ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

রতনের উত্তরসূরি নোয়েল টাটা

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
রতনের উত্তরসূরি নোয়েল টাটা

সন্তানশূন্য রতন টাটার উত্তরসূরি কে, তা নিয়ে জল্পনা ছিল বহু দিনের। এ আবহে নোয়েল টাটা ও তার সন্তানদের নাম সামনে এসেছিল।

 

আর সেই জল্পনা সত্যি হলো। টাটা ট্রাস্টের চেয়ারম্যান হলেন নোয়েল টাটা।  এমনই দাবি সিএনবিসি টিভি ১৮-এর প্রতিবেদনে।

টাটা সন্সের ৬৬ শতাংশ মালিক হল টাটা ট্রাস্ট। টাটা গোষ্ঠীর বিভিন্ন সংস্থায় শীর্ষস্থানীয় পদেই ছিলেন নোয়েল। রতনের সৎ ভাই নোয়েল। তার সন্তানেরাও রয়েছেন শীর্ষ পদে।  

রতনের বাবা নাভাল টাটার দ্বিতীয় পক্ষের স্ত্রীর সন্তান নোয়েল। তিনি বর্তমানে টাটা গোষ্ঠীর বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত। তিনি টাটার বিভিন্ন সংস্থার বোর্ডে ছিলেন আগে থেকেই।  

টাটা ট্রাস্টের দায়িত্ব পাওয়ার আগেই নোয়েল টাটা ওয়েস্টসাইড, জুডিও-র মালিক সংস্থা ট্রেন্ট, টাটা ইন্টারন্যাশনাল, ভোল্টাস, টাটা ইনভেস্টমেন্ট সংস্থার চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন। এ ছাড়া টাইটান ও টাটা স্টিলের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি।  

এদিকে নোয়েল টাটার মেয়ে মায়া টাটার নামও শোনা যাচ্ছিল। টাটা নিউ অ্যাপ লঞ্চের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মায়া।  

৩৪ বছর বয়সী মায়া বায়েস বিজনেস স্কুল এবং ওয়ারউইক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন।

হিন্দুস্তান টাইমস

বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।