ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তারিক আজিজের মৃত্যুদণ্ডের বিরোধিতা করেছে ভ্যাটিকান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১০
তারিক আজিজের মৃত্যুদণ্ডের বিরোধিতা করেছে ভ্যাটিকান

রোম: ইরাকের সাবেক উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী তারিক আজিজের মৃত্যুদণ্ডের বিরোধিতা করেছে ভ্যাটিকানের ক্যাথলিক চার্চ কর্তৃপক্ষ। সাদ্দামের শাসনামলে অত্যাচার ও ইরাকের ধর্মীয় দল বিলুপ্ত করার শাস্তি হিসেবে মঙ্গলবার তাকে মৃত্যুদণ্ড দেন ইরাকের সর্বোচ্চ আদালত।



মঙ্গলবার রাতে ভ্যাটিকানের মুখপাত্র ফ্রেডেরিকো লম্বারডি বলেন, ‘আমরা তারিক আজিজের মৃত্যুদণ্ডের বিষয়টি জেনেছি। কিন্তু এ শাস্তি কার্যকর হবে না বলে আমরা আশা করছি। বিশেষত দীর্ঘসময় প্রতিকূল পরিস্থিতিতে থাকা ইরাকে শান্তি ও ন্যায়বিচার পুনর্গঠনের জন্য এটা (মৃত্যুদণ্ড প্রত্যাহার) জরুরি। ’

তবে লম্বারডি জানান, ভ্যাটিকান তার মতামত প্রকাশ করছে না। তবে তারা কূটনীতিক যোগাযোগ রক্ষা করছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১১১৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ