ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে ছয় জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে ছয় জনের মৃত্যু

ইন্দোনেশিয়ার দ্বীপ ফ্লোরেসে অগ্ন্যুৎপাতে সৃষ্ট দুর্যোগে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে।

মাউন্ট লেওটোবি লাকি লাকি পর্যবেক্ষণ পোস্টের এক কর্মকর্তা ফিরমান ইউসেফ সংবাদ মাধ্যমকে জানান, সোমবার মধ্যরাতের ঠিক পরে মাউন্ট লেওটোবি লাকি লাকিতে অগ্ন্যুৎপাতের ফলে ৬ হাজার ৫শ ফুট পর্যন্ত ঘন বাদামি ছাই বাতাসে ছড়িয়ে পড়ে।

এই গরম ছাই আশেপাশের একটি গ্রামে পড়লে বেশ কয়েকটি বাড়ি পুড়ে যায়।

দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি প্রথমে নয়জনের মৃত্যুর খবর দিলেও পরে মৃতের সংখ্যা কমিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, ধসে পড়া বাড়িগুলোতে আরও অনেক লোক চাপা পড়েছে। খবর সিএনএন

গত সপ্তাহে শুরু হওয়া একের পর এক অগ্ন্যুৎপাতের পর কর্তৃপক্ষ সোমবার মাউন্ট লেওটোবি লাকি লাকির জন্য বিপদ সংকেতের মাত্রা বাড়িয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার আওতাও বাড়িয়েছেন তারা।  

দেশটির আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থা আগ্নেয়গিরির সতর্কতা অবস্থাকে সর্বোচ্চ স্তরে নিয়ে গেছে এবং সোমবার মধ্যরাতের পরে ঝুঁকিপূর্ণ অঞ্চলের আওতা দ্বিগুণ করে ৭ কিলোমিটার ব্যাসার্ধে উন্নীত করেছে।

সংস্থাটি বলছে, উলাংগিটাং জেলায়, পুলুলেরা, নাওকোতে, হোকেং জায়া, ক্লাতানলো, বোরু এবং বোরু কেদাং-এর কাছাকাছি ছয়টি গ্রামে অন্তত দশ হাজার মানুষ অগ্ন্যুৎপাতের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগ্নেয়গিরির উত্তপ্ত ছাই ও ধূলিকণা ৭ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছে, যার ফলে আশেপাশের গ্রাম এবং শহরগুলিতে টন টন ছাইয়ের স্তুপ জমে যায়। ফলে এলাকাগুলোর স্থানীয় বাসিন্দাদের পালিয়ে যেতে বাধ্য হয়।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।