ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রাত পেরোলেই ভোট, শেষ মুহূর্তের প্রচারণায় ট্রাম্প-কমলা 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
রাত পেরোলেই ভোট, শেষ মুহূর্তের প্রচারণায় ট্রাম্প-কমলা 

যুক্তরাষ্ট্রে আর কয়েক ঘণ্টা পর ভোট। দেশটিতে ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার আগে শেষ মুহূর্তের প্রচারণায় অংশ নিয়েছেন দুই প্রধান প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস।

 

শেষ মুহূর্তের প্রচারণাগুলোতেও ডোনাল্ড ট্রাম্প নির্বাচন নিয়ে তার স্বভাব সুলভ শঙ্কা প্রকাশ করেই চলেছেন। পক্ষান্তরে কমলা হ্যারিস বলছেন, সময় এসেছে আমেরিকার দায়িত্ব নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়ার।         

এবারের মার্কিন নির্বাচনের শেষ প্রচারণা সভায় অংশ নিয়ে ডেমোক্রেটিক পার্টিকে ‘দুষ্ট যন্ত্র’ ও রাজ্যগুলোকে ‘ফেডারেল সরকারের এজেন্ট’ দাবি করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

পেনসিলভানিয়ার পিটসবার্গে অনুষ্ঠিত এক সভায় ট্রাম্প বলেন, যদিও এটি সেই শক্তিশালী দুষ্টের দল— দুষ্ট যন্ত্র; তারা নির্বাচনে জিততে কূটকৌশল গ্রহণ করতে পারে এবং এটাই তাদের জন্য জেতার একমাত্র উপায়। আমরা এটা হতে দিতে পারি না। আমাদের আগের মতো করে জিততে হবে, তারপর সব ঠিক করতে হবে। রাজ্যগুলো ফেডারেল সরকারের আদেশ মতো কথা বলছে, তারা মূলত ফেডারেল সরকারের এজেন্ট।  

এর আগে নর্থ ক্যারোলিনায় আরেক সমাবেশে ট্রাম্প তার সমর্থকদের ভোটকেন্দ্রে উপস্থিতি বাড়ানোর আহ্বান জানিয়ে বলেছেন, ভোট দিতে বাইরে বেরিয়ে আসুন, যদি আমরা সবাই বের হয়ে আসি, ভোট দেই তবে তারা কিছুই করতে পারবে না।

নির্বাচনের আগের রাতে আরেক প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও পেনসিলভানিয়ার তার ভোটারদের নিয়ে সমাবেশ করেছেন। পিটসবার্গের একটি সমাবেশে তিনি বলেছেন, আমরা এই নির্বাচনে একটি ‘পার্থক্য তৈরি করব’।

সমাবেশে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ‘নতুন প্রজন্ম’ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, হাওয়া আমাদের পক্ষে বইছে।

সমাবেশে তিনি বলেন, আগামীকাল নির্বাচন, হাওয়া আমাদের পক্ষে। পুরো প্রচারাভিযানে আমেরিকান জনগণের উচ্চাকাঙ্ক্ষা, স্বপ্ন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং আমরা জানি আমেরিকাকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে নতুন প্রজন্মের সময় এসেছে।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।