ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পকে নেতানিয়াহু-স্টারমারের অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
ট্রাম্পকে নেতানিয়াহু-স্টারমারের অভিনন্দন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের দ্বারপ্রান্তে ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে সাবেক এ প্রেসিডেন্ট নিজেকে জয়ী ঘোষণা করে দিয়েছেন।

এর মধ্যেই তাকে অভিনন্দন জানাতে শুরু করেছেন বিশ্বনেতারা।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বার্তায় বলেন, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন! ঐতিহাসিকভাবে আপনার হোয়াইট হাউসে ফিরে আসা আমেরিকার জন্য এক নতুন সূচনা। এটি ইসরায়েল ও আমেরিকার মধ্যে মহান মৈত্রী সম্পর্কের প্রতি শক্তিশালী পুনঃপ্রতিশ্রুতি দেয়।

তিনি বলেন, এটি বিশাল এক জয়।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্তর ওরবান একই সুরে বলেছেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে এটি সবচেয়ে বড় প্রত্যাবর্তন। বিশাল জয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন। এটি বিশ্বের জন্য অতি প্রয়োজনীয় এক জয়।  

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পরবর্তী বিশ্বনেতা হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। তিনি এ জয়কে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছেন।

স্টারমার বলেন, আমি সামনের বছরগুলিতে আপনার সাথে কাজ করার জন্য উন্মুখ। সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে আমরা আমাদের মুক্তি, গণতন্ত্র ও উদ্যোগের অভিন্ন মূল্যবোধ রক্ষায় কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে রয়েছি।

তিনি বলেন, উন্নয়ন, নিরাপত্তা, উদ্ভাবন ও প্রযুক্তির ক্ষেত্রে, আমি নিশ্চিত যে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র, এ বিশেষ সম্পর্ক আগামী বছরগুলোতে আরও সমৃদ্ধ হবে।
 
আনুষ্ঠানিকভাবে এখনো প্রয়োজনীয় ইলেকটোরাল কলেজ ভোট অর্জন করতে পারেননি ট্রাম্প। তবুও নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।