ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পরিবর্তন রাতারাতি আসবে না: ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১০
পরিবর্তন রাতারাতি আসবে না: ওবামা

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন পরিবর্তন রাতারাতি আসবে না। সবাইকে আস্থা রাখতে হবে।

মাত্র ১৮ মাসেই পরিবর্তন আসবে না।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে প্রেসিডেন্ট বারাক ওবামা একটি টেলিভিশন চ্যানেলের ব্যঙ্গাত্মক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। বৃহস্পতিবার ওই অনুষ্ঠানে তিনি এক প্রশ্নের উত্তরে একথা বলেন।

কমেডি সেন্ট্রাল টিভি চ্যানেলের অনুষ্ঠানটিতে প্রেসিডেন্ট হিসেবে ওবামাই প্রথম উপস্থিত হন।

মধ্যবর্তী নির্বাচনের আর মাত্র ছয়দিন বাকি। বিভিন্ন জরিপে দেখা গেছে, ওই নির্বাচনে ওবামার ডেমোক্রাট দল হেরে যাচ্ছে। যদিও ওবামা ভোটারদের নিজ দলের পে টানার জন্য কঠোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

ওই চ্যানেলকে ওবামা বলেন, ‘আমরা একটি এজেন্ডা সামনে তুলে ধরেছি যা মানুষের প্রত্যেক দিনের জীবনযাপনকে পৃথক করছে। ’ তিনি আরও বলেন, ‘এটাই কি যথেষ্ট? না। আর আমার মনে হয় বেশিরভাগ ডেমোক্রাট সমর্থকই আশা করে যে, মানুষ আরও প্রগতি দেখতে চায়। ’

অনুষ্ঠানের উপস্থাপক জন স্টুয়ার্ট ওবামাকে জিজ্ঞাসা করেন, আশা ও পরিবর্তনের অঙ্গীকার করে মতায় আসার দুই বছর পর কেন ডেমোক্রাটদের বলতে হচ্ছে, ‘আমাদের আর একটা সুযোগ দেন, প্লিজ। ’

এর উত্তরে ওবামা বলেন, ‘পরিবর্তন রাতারাতি আসবে না। ’ তিনি বলেন, ‘প্রচারণার সময় বলা হয়েছিলো, পরিবর্তন আসছে। আপনারা সবাই এর ওপর আস্থা রাখতে পারেন। কিন্তু এর মানে এই নয় যে, সেই পরিবর্তন ১৮ মাসেই চলে আসবে। ’

ওবামা স্বীকার করে বলেন, ‘উচ্চ বেকারত্বের অবস্থাকে দীর্ঘায়িত করা, গৃহায়ণ বাজারের ঝাণ্ডা তুলে ধরতে দেরি করা ইত্যাদি ইস্যুতে হতাশা তৈরি হয়েছে। তবে দেশের নাগরিকরা প্রশাসনিক পর্যায়ে কিছু সফলতার ব্যাপারে জানতে পারেননি। ’

স্টুয়ার্ট জিজ্ঞাসা করেন, ‘আপনি কী করেছেন যা আমরা জানি না? আপনি কি চাকরি ও স্বাস্থ্যসেবা দেওয়ার মাধ্যমে চমক দিতে যাচ্ছেন?’

এর উত্তরে বলেন, ডেমোক্রাটরা সরকার পরিচালিত শিশুদের জন্য স্বাস্থ্যবীমা কর্মসূচি পাস করেছে। ক্রেডিট কার্ডের মাধ্যমে এই সেবা নেওয়া যাবে। তিনি বলেন, ‘আমি মনে করি, যা বেশিভাগ লোকও বলবেন, দেশের ইতিহাসে এটা একটি তাৎপর্যপূর্ণ আইন প্রণয়ন। ’

বিশ্লেষকরা জানান, মূলত তরুণরাই ব্যঙ্গাত্মক টিভি শো অনুষ্ঠানটি উপভোগ করেন। নির্বাচনের ব্যাপারে ওবামা সম্ভবত তরুণদের মধ্যেই আগ্রহ তৈরির আশা করছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ