ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নেতানিয়াহুর বাড়িতে ফ্ল্যাশ বোমা ছুড়েছে বিক্ষোভকারীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
নেতানিয়াহুর বাড়িতে ফ্ল্যাশ বোমা ছুড়েছে বিক্ষোভকারীরা

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়িতে আবারো হামলার ঘটনা ঘটেছে।  

শনিবার (১১ নভেম্বর) উত্তর ইসরায়েলের কেসারিয়া শহরে নেতানিয়াহুর বাড়ির বাগানে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়।

 

হামলার সময় সেখানে নেতানিয়াহু বা তার পরিবার কেউই উপস্থিত ছিলেন না। এতে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।  

হামলার বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেন, এ ঘটনা সমস্ত সীমা অতিক্রম করছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান এবং তার প্রক্সি বাহিনীর হুমকির মধ্যে রয়েছে। তারা তাকে হত্যা করার চেষ্টা করছে।

এদিকে ইসরায়েলি স্থানীয় সংবাদমাধ্যম গুলো জানিয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পারিবারিক বাসভবনে ফ্ল্যায়ার ছোড়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।  তারা তিন জনই সরকারবিরোধী বিক্ষোভকারী।

খবরে বলা হয়েছে, আটকদের মধ্যে একজন রিজার্ভিস্ট সিনিয়র অফিসারও রয়েছেন। ওই তিনজনকে নিজেদের আইনজীবীদের সঙ্গে দেখা করতে না দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

এর আগে গত অক্টোবরে নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা চালানো হয়। তবে সে সময়ও বাড়িতে ছিলেন না নেতানিয়াহু।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।