ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে চালকবিহীন বিমান হামলায় ৫ জঙ্গী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১০
পাকিস্তানে চালকবিহীন বিমান হামলায় ৫ জঙ্গী নিহত

মিরনশাহ: পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে মার্কিন চালকবিহীন বিমান হামলায় ৫ জঙ্গী নিহত হয়েছে। এরমধ্যে তিন জন আরব নাগরিক।

বৃহস্পতিবার কর্তৃপক্ষ একথা জানায়।

কর্তৃপক্ষ জানায়, উত্তর ওয়াজিরিস্তানের মিরনশাহের ইসমাইল খেল গ্রামে দুটি মিসাইল হামলা হয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল জঙ্গীদের ঘাঁটি। নিহত ব্যক্তিদের মধ্যে তিন জন আরব, একজন আফগান এবং একজন স্থানীয় নাগরিক।

অপর এক কর্মকর্তা জানান, হামলায় দুইজন আহত হয়েছে। তবে নিহতদের মধ্যে শীর্ষ কোনো জঙ্গী নেতা রয়েছে কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে কর্তৃপক্ষ জানায়।

এলাকাটি তালেবানের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ওই এলাকা থেকে জঙ্গীরা আফগান সীমান্তবর্তী এলাকায় মার্কিন ও ন্যাটো বাহিনীর ওপর হামলা চালিয়ে আসছে।

এদিকে, বুধবার মার্কিন চালকবিহীন বিমান হামলায় ৬ জঙ্গী নিহত হয়ে। জঙ্গীরা হাক্কানি নেটওয়ার্কের সদস্য ছিলেন।

বাংলাদেশ সময়: ১২১০ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ