ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নির্বাচনের পর সুচিকে মুক্তি দেওয়া হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১০
নির্বাচনের পর সুচিকে মুক্তি দেওয়া হতে পারে

হ্যানয়: মিয়ানমারের বিরোধী দলীয় নেত্রী অং সান সুচিকে দেশটির আসন্ন নির্বাচনের পর মুক্তি দেওয়া হতে পারে। মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রী নিয়ান উইন আসিয়ান পররাষ্ট্র মন্ত্রীদের কাছে একথা জানান।

কূটনৈতিক সূত্র বৃহস্পতিবার একথা জানাগেছে।

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে দণি-পূর্ব এশিয়ার আঞ্চলিক সম্মেলনে (আসিয়ান) আসা দেশগুলোর মন্ত্রীদের সঙ্গে নৈশ ভোজের সময় উইন বলেন ,‘নির্বাচনের পর সুচিকে আমরা মুক্ত করে দেব। ’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বৃহস্পতিবার বার্তাসংস্থা এএফপিকে এসব কথা বলেন। তবে তিনি বলেন, ‘উইন নির্দিষ্ট করে বলেননি ঠিক কবে সুচিকে মুক্ত করা হবে’।

জান্তা সরকার পরিচালিত মিয়ানমারে দীর্ঘ ২০ বছর পর আগামী ৭ নভেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২৫২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ