ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইমরানের মুক্তির দাবিতে ইসলামাবাদ যাচ্ছেন সমর্থকেরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
ইমরানের মুক্তির দাবিতে ইসলামাবাদ যাচ্ছেন সমর্থকেরা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশজুড়ে বিক্ষোভ চলছে। হাজার হাজার প্রতিবাদকারী দেশটির বিভিন্ন স্থান থেকে রাজধানী ইসলামাবাদের দিকে মিছিল নিয়ে যাচ্ছেন।

রোববার শুরু হওয়া এ মিছিলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি সংঘাত বাঁধে। পুলিশ জানায়, বিক্ষোভকারীরা তাদের দিকে পাথর ছুড়েছে। ইমরান খানের স্ত্রী ও সাবেক ফার্স্ট লেডি বুশরা বিবি এই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দিচ্ছেন।

এদিকে, ইমরান খানের কয়েক হাজার সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। পাকিস্তানের রাজধানীতে লকডাউন চলছে। সমর্থকেরা জেলবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি এবং বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন।

শাহিদ নবাজ নামে পাঞ্জাব প্রদেশের এক নিরাপত্তা কর্মকর্তা সোমবার জানান, পুলিশ ইতোমধ্যে চার হাজারেরও বেশি সমর্থককে গ্রেপ্তার করেছে, যার মধ্যে পাঁচজন সংসদ সদস্যও রয়েছেন।

ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি উভয় শহরেই লকডাউন চলছে।  ইতোমধ্যে হাজার হাজার বিক্ষোভকারী সমর্থক ইসলামাবাদের উপকণ্ঠে জড়ো হয়েছেন।  নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস ব্যবহার করছে।

বিক্ষোভকারীরা অন্যান্য শহর থেকে আসা সহযোদ্ধাদের জন্য ইসলামাবাদের উপকণ্ঠে অপেক্ষা করছেন। তারা পৌঁছানোর পর একত্রে শহরের দিকে রওনা হবেন।

৭২ বছর বয়সী ইমরান খান দুর্নীতির মামলায় তিন বছরের কারাদণ্ড ভোগ করছেন, তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। গত আগস্ট থেকে জেলে খাটছেন সাবেক এ ক্রিকেটার।

এদিকে দেশটির সরকার ইসলামাবাদজুড়ে কড়া নিরাপত্তা জারি করেছে, মহাসড়ক বন্ধ করার পাশাপাশি কিছু কিছু এলাকায় মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ রেখেছে।

২০১৮ সালে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়া ইমরান খান ২০২২ সালে সামরিক বাহিনীর সঙ্গে মতবিরোধের পর আস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন। তিনি অভিযোগ করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

জাতিসংঘের একটি প্যানেলও তার গ্রেপ্তারকে স্বেচ্ছাচারী হিসেবে অভিহিত করেছে। ইমরান খান জেলে থাকলেও তিনি এখনও পাকিস্তানের রাজনীতিতে আধিপত্য বিস্তার করে আছেন।

বিবিসি ও আল জাজিরা অবলম্বনে

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।