ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মাতৃত্বকালীন ছুটি পাবেন যৌনকর্মীরা, মিলবে অবসর ভাতাও

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
মাতৃত্বকালীন ছুটি পাবেন যৌনকর্মীরা, মিলবে অবসর ভাতাও

বিশ্বে প্রথমবারের মতো যৌনকর্মীদের জন্য এমন একটি আইন পাস হলো, যার মাধ্যমে তারা মাতৃত্বকালীন ছুটি পাবেন। এ ছাড়া আনুষ্ঠানিক নিয়োগ চুক্তি, স্বাস্থ্যবিমা, অবসরভাতা, মাতৃত্বকালীন ছুটি ও অসুস্থতার জন্য ছুটির আবেদন করতে পারবেন।

অর্থের বিনিময়ে যৌন সম্পর্ক স্থাপনের এ কাজটি অন্য সাধারণ কাজগুলোর মতোই গণ্য করা হবে।

প্রথমবারের মতো এমন আইন পাস করেছে পশ্চিম ইউরোপের দেশ বেলজিয়াম।

বিশ্বব্যাপী লাখ লাখ যৌনকর্মী রয়েছেন। তারা যে কোনো খেলনা নয়, তাদের যাচ্ছেতাই ব্যবহার করা যায় না- এমন বার্তা প্রকাশ করে শত শত মানবাধিকার সংগঠন কাজ করছে।

২০২২ সালের আগে বেলজিয়ামে অর্থের বিনিময়ে যৌনকর্ম করা অপরাধ হিসেবে দেখা হতো। ২০২২ সালে এ পেশাকে দেশটিতে বৈধতা দেওয়া হয়। যদিও আশপাশের দেশগুলোয় এ পেশা অনেক আগে থেকেই বৈধ। বেলজিয়াম এ কর্মকে বৈধতা দেওয়ার মাত্র দুই বছরের মাথায় প্রথমবারের মতো পেশাজীবী হিসেবে যৌনকর্মীদের অধিকার প্রতিষ্ঠা ও চুক্তির আওতায় আনার কাজটি করলো।

হিউম্যান রাইটস ওয়াচের গবেষক ইরিন কিলব্রাইড এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, এটা বস্তুত আমূল পরিবর্তন এবং বিশ্বে আমার দেখা সেরা পদক্ষেপ। আমাদের প্রতিটি দেশকে এভাবেই এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, নতুন এ আইন উল্লেখযোগ্যভাবে নিয়োগকর্তাদের ওপর কড়াকড়ি আরোপ করবে। এতে করে যৌনকর্মীদের ওপর নিয়োগকর্তাদের ক্ষমতা কমে যাবে।

ইরিন কিলব্রাইড বেলজিয়ামের এমন পদক্ষেপকে স্বাগত জানালেও সমালোচনা করেছেন অনেকে। তারা বলছেন, এ সিদ্ধান্ত মানবপাচার বাণিজ্য, শোষণ ও মানুষকে অপব্যবহারের সুযোগ করে দেয়। যেটি এ আইন প্রতিরোধ করতে পারবে না।

বেলজিয়ামে ভাসমান যৌনকর্মীদের সহায়তা করে এমন একটি সংস্থা ইসালার স্বেচ্ছাসেবক জুলিয়া ক্রুমিয়ের বলেছেন, এটি বিপজ্জনক। কেননা, আইনের মাধ্যমে এই পেশাটিকে স্বাভাবিক হিসেবে মর্যাদা পাবে। অথচ, পেশাটির অতীত শুরু থেকেই সহিংস।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।