ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

অনাস্থা ভোটে হেরে গেলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
অনাস্থা ভোটে হেরে গেলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী 

পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে তিন মাসের মাথায় পদ ছাড়তে হচ্ছে ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়েকে।  

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে ক্ষমতাচ্যুত হওয়ার পর ফ্রান্সে সরকারের পতন হয়েছে।

শিগগিরই তিনি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাছে পদত্যাগপত্র জমা দেবেন বলে ধারণা করা হচ্ছে।  

ফরাসি সংসদ সদস্যরা মিশেল বার্নিয়ের বিরুদ্ধে আনা প্রস্তাবের সমর্থনে একচেটিয়া ভোট দিয়েছেন। প্রস্তাবটি পাসের জন্য ২৮৮ ভোট প্রয়োজন ছিল। তবে মোট ৩৩১ জন এই প্রস্তাবের সমর্থনে ভোট দিয়েছেন। এর ফলে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ কর্তৃক নিযুক্ত হওয়ার মাত্র তিন মাসের মাথায় সরে যেতে হচ্ছে তাকে।

ভোট ছাড়াই বিশেষ ক্ষমতা ব্যবহার করে বাজেট পাস করানোই বার্নিয়ের জন্য কাল হয়ে দাঁড়ালো। যে বাজেট তার পতনের সূত্রপাত করেছিল তাও এখন নিষ্ক্রিয়। ১৯৬২ সালের পর প্রথমবারের মতো দেশটিতে কোনো সরকার অনাস্থার ভোটে মাধ্যমে ক্ষমতাচ্যুত হলো। এর ফলে একক সংখ্যাগরিষ্ঠতা হীন ফরাসি পার্লামেন্টে র রাজনৈতিক অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলবে বলে ধারণা করা হচ্ছে।    

গত সেপ্টেম্বরে ফ্রান্সের প্রধানমন্ত্রী পদে ৭৩ বছর বয়সী মিশেল বার্নিয়েকে নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৪

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।