ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পোশাক ফেলে দিচ্ছেন আসাদের সেনারা, সরে যাচ্ছে হিজবুল্লাহ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
পোশাক ফেলে দিচ্ছেন আসাদের সেনারা, সরে যাচ্ছে হিজবুল্লাহ 

যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা দ্যা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) খবর দিয়েছে যে, সিরিয়ার সেনাবাহিনী ও অন্য নিরাপত্তা বাহিনীর শত শত সদস্য তাদের সামরিক পোশাক খুলে ফেলেছে।

এর আগে তাদের বলা হয়েছে, সরকারের পতন হয়েছে এবং তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দামেস্ক বিমানবন্দর থেকে শেষ ফ্লাইটটি ছেড়ে যাওয়ার পর তাদের অব্যাহতির কথা জানানো হয়। এরপর তারা ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে সেনা পোশাক খুলে ফেলেন এবং বিমানবন্দর থেকে বেরিয়ে যান।   

এদিকে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) তাদের টেলিগ্রাম চ্যানেলে ঘোষণা করেছে, সিরিয়ার পূর্বাঞ্চলের বৃহত্তম শহর দেইর এজজোরে সরকারপন্থী বাহিনী বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করেছে। দেইর এজজোরে বিদ্রোহীগোষ্ঠী প্রবেশের মাত্র মিনিট কয়েক পরেই এই ঘোষণা আসে।   

অপরদিকে শোনা যাচ্ছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মিত্র; ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সিরিয়ার কিছু এলাকা থেকে তাদের সৈন্যদের প্রত্যাহার করছে। আন্তর্জাতিক সংবাদসংস্থাগুলো জানাচ্ছে হিজবুল্লাহ যোদ্ধারা হোমস এবং দামাস্কাস শহর থেকে সরে যাচ্ছে।

রয়টার্স জানিয়েছে, গোষ্ঠীটি লেবানন সীমান্তের কাছে পশ্চিমাঞ্চলীয় শহর কুসাইর থেকেও পিছু হটেছে।

আসাদের রাজনৈতিকবিরোধী জোটের প্রধান হাদি আল-বাহরা বলেছেন, সরকারি প্রতিষ্ঠানগুলো দুই দিনের মধ্যে তাদের কার্যক্রম পুনরায় শুরু করবে এবং জাতিসংঘের সহযোগিতায় ক্ষমতা হস্তান্তর সম্পন্ন হবে।

এদিকে সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের প্রধান আবু মোহাম্মদ আল-জুলানি তার যোদ্ধাদের নির্দেশ দিয়েছেন, যেন তারা কোনো সরকারি প্রতিষ্ঠান বা সেবামূলক স্থাপনায় আক্রমণ না করে, লুটপাট না চালান।

কাতার, সৌদি আরব, জর্ডান, মিশর, ইরাক, ইরান, তুরস্ক এবং রাশিয়া যৌথভাবে একটি বিবৃতিতে সিরিয়ার বর্তমান সংকটকে একটি ‘বিপজ্জনক বিস্তৃতি’ হিসেবে বর্ণনা করেছে এবং এর একটি রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।