মোজাম্বিকে শক্তিশালী ঘূর্ণিঝড় চিডোর আঘাতে অন্তত ৩৪ জন নিহত হয়েছে।
ঝড়টি ঘণ্টায় ২৬০ কিলোমিটার গতিতে দেশটির উপকূলে আছড়ে পড়ে।
দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব রিস্ক অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (আইএনজিডি) জানিয়েছে, উত্তর মোজাম্বিকে ‘এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে তীব্র ঝড়গুলোর মধ্যে একটির’ আঘাতে কমপক্ষে ৩৪ জন মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
চিডোর তাণ্ডব মোজাম্বিকের উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে বেশি প্রভাব ফেলেছে, যেখানে এর আগেও কয়েকটি ঝড় আঘাত হেনেছে।
এর আগে ঝড়টি ফরাসি দ্বীপ মায়োটে ধ্বংসযজ্ঞ চালায়, যেখানে হাজার হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি পুরো দ্বীপটির যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়ে।
বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
এমএম