ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নতুন সিরিয়ায় নারীদের ভূমিকা হবে গুরুত্বপূর্ণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
নতুন সিরিয়ায় নারীদের ভূমিকা হবে গুরুত্বপূর্ণ সিরিয়ার অন্তর্বর্তী সরকারের নারীবিষয়ক দপ্তরের নবনিযুক্ত মন্ত্রী আইশা আল-দিবস

সিরিয়ার অন্তর্বর্তী সরকারের নারীবিষয়ক দপ্তরের নবনিযুক্ত মন্ত্রী বলেছেন, সরকার নারীদের দেশ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সাহায্য করবে। দেশটি দীর্ঘ এক দশকের যুদ্ধের ফলে বিধ্বস্ত অবস্থায় রয়েছে।

রোববার দামেস্কে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আইশা আল-দিবস বলেন, তার সরকার সিরিয়ার নারীদের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোতে সম্পৃক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ, এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতে যোগ্য নারীদের নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে।

তিনি বলেন, আমাদের সবার জন্য জানা যে, ঐতিহাসিকভাবে সিরিয়ার নারীরা অত্যন্ত প্রভাবশালী। তারা সব ক্ষেত্রে নেতৃত্ব দিতে সক্ষম। আজ আমরা তাদের সিরিয়ার নতুন, মুক্ত ও সবার কাম্য দেশ পুনর্গঠনে নেতৃত্ব দেওয়ার জন্য আবার ফিরিয়ে আনার প্রক্রিয়ায় রয়েছি।

আইশা আল-দিবস প্রতিশ্রুতি দেন, তিনি সিরিয়ার সব প্রদেশ এবং বিভিন্ন জাতিগত গোষ্ঠী থেকে নারীদের আগামী জাতীয় সম্মেলনে অংশ নিতে উৎসাহিত করবেন, যেখানে দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হবে।

আল-দিবস বলেন, সিরিয়ার নতুন সরকারের মধ্যে নারীদের ভূমিকা নিয়ে ওঠা প্রশ্নের বিপরীতে নারীবিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করা হয়েছে, আর এই দপ্তরের প্রধান তিনি।

চলতি মাসে সিরিয়ায় ক্ষমতার পট পরিবর্তন হয়। পালিয়ে যান দীর্ঘদিনের প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। তাকে সরাতে যে অভিযান চলে, তার নেতৃত্বে ছিল বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)।

আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর বিরোধী যোদ্ধারা কারাগার নেটওয়ার্ক থেকে হাজার হাজার সিরিয়ানকে মুক্ত করে। তবে, আল-আসাদ সরকারের সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া কয়েক হাজার মানুষ এখনও নিখোঁজ এবং তাদের সম্পর্কে কোনো তথ্য নেই।

আল-দিবস বলেন, তার দপ্তর কারাগার থেকে মুক্তি পাওয়া নারী বন্দিদের ওপর একটি প্রতিবেদন তৈরি করবে এবং তাদের কল্যাণের জন্য একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করবে।  

তিনি আরও জানান, কারাগারের ভেতরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্যও তিনি উদ্যোগ নেবেন।

শুক্রবার নিয়োগ পান আল-দিবস। সিরিয়ায় নতুন সরকারে তিনিই প্রথম কোনো মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করা নারী। তিনি মানবাধিকার নিয়ে কাজের জন্য সুপরিচিত।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।