ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ওবামার সফরকে ঘিরে মুম্বাই সাজছে নতুন করে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১০

মুম্বাই: চলতি বছর এ সময় মুম্বাইয়ের জনসাধারণের দেওয়ালির জন্য প্রস্তুতি নেওয়ার কথা ছিল। কিন্তু এসময়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আগমন উপলক্ষে মুম্বাইয়ে চলছে বাড়তি সৌন্দর্য বর্ধনের কাজ।



একজনকে দেখা গেছে তাজ হোটেলের বিপরীতের একটি ল্যামপোস্টে রং করতে। যা দেখে মনে হবে মুম্বাই ওবামার জন্যই তৈরি হচ্ছে।

বিমান বন্দর থেকে ২০ কিলোমিটার দূরে হোটেল তাজে থাকবেন ওবামা। বিমান বন্দর থেকে হোটেল পর্যন্ত সড়কটি নতুন করে মেরামত করা হয়েছে। প্রায় এক বছর পর দক্ষিণ মুম্বাইয়ের সড়কের ডিভাইডারটিও নতুন করে রং করা হলো।

বাংলাদেশ সময়: ১৮১৫ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ