ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনের ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
ইউক্রেনের ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদপত্র ইজভেস্তিয়ার বলছে, তাদের এক ফ্রিল্যান্স রিপোর্টার রুশ-অধিকৃত পশ্চিম ইউক্রেনের দোনেৎস্কের কাছে এক ড্রোন হামলায় নিহত হয়েছেন। খবর বিবিসির।

মস্কোর অভিযোগ, ইউক্রেনের সামরিক বাহিনী ইচ্ছাকৃতভাবে আলেক্সান্ডার মার্তেমিয়ানভ নামে ওই সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে। তবে মস্কো এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ইজভেস্তিয়া বলছে, বেসামরিক একটি গাড়িতে মার্তেমিয়ানভ রুশ অধিকৃত অঞ্চলের একটি মহাসড়ক ধরে যাচ্ছিলেন। ওই সময় ওই গাড়িতে হামলা চালানো হয়। একই হামলায় আরও পাঁচ গণমাধ্যমকর্মী আহত হয়েছেন।

সংবাদপত্রটি তাদের টেলিগ্রাম চ্যানেলে বলেছে, ইউক্রেনের সেনাবাহিনী ইজভেস্তিয়ার ফ্রিল্যান্স সংবাদদাতা আলেক্সান্ডার মার্তেমিয়ানভকে বহনকারী বেসামরিক গাড়িতে হামলা চালায়। গাড়িটি যোগাযোগ রেখা থেকে অনেক দূরে অবস্থিত ছিল।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ বলছে, গাড়িটি রুশ-নিয়ন্ত্রিত গোরলিভকা শহরে গোলাবর্ষণের খবর সংগ্রহ করে ফিরে আসার সময় হামলার শিকার হয়। বার্তাসংস্থাটি বলছে, তাদের দুই সাংবাদিক ওই হামলায় আহত হন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই হামলার ঘটনাকে ‘ইচ্ছাকৃত হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেছেন। এক বিবৃতিতে তিনি এই ঘটনাকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরকারের ‘রক্তাক্ত নৃশংসতার ধারাবাহিকতায় আরেকটি নৃশংস অপরাধ’ হিসেবে বর্ণনা করেছেন।

গত মে মাসে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইজভেস্তিয়া ও আরআইএসহ রুশ আউটলেটগুলো নিষিদ্ধ করে। তাদের অভিযোগ, এগুলো ‘রাশিয়ার প্রোপাগান্ডা এবং ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের বিস্তার ও সমর্থনের সুযোগ’ করে দিচ্ছে।

দ্য কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস বলছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ১৫ সাংবাদিক নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৫
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।