ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

লস অ্যাঞ্জেলেসে দাবানলে দুইজন নিহত, পুড়ল হাজার স্থাপনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২:৩৪ এএম, জানুয়ারি ৯, ২০২৫
লস অ্যাঞ্জেলেসে দাবানলে দুইজন নিহত, পুড়ল হাজার স্থাপনা

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানল আরও ভয়াবহ আকার ধারণ করেছে। দেশটির শিল্প, বাণিজ্য ও আর্থিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান কেন্দ্র হলো লস অ্যাঞ্জেলস।

দমকল প্রধান অ্যান্থনি ম্যারোন বলেছেন, প্যালিসেডসের আগুনে ৫,০০০ একরেরও বেশি জমি পুড়ে গেছে এবং আগুন ক্রমশ বাড়ছে।

তিনি আরও বলেন, আগুনে প্রায় ১,০০০টি স্থাপনা ধ্বংস হয়ে গেছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্টের প্রধান বুধবার এক সংবাদ সম্মেলনে জানান, পাসাডেনা শহরের কাছে ইটনের আগুনে দু'জন নিহত এবং একাধিক আহত হয়েছেন।

সর্বশেষ আগুনের আকার এখন প্রায় দ্বিগুণ হয়ে ২,২২৭ একর পর্যন্ত বিস্তৃত হয়ে পড়েছে।

দক্ষিণ ক্যালিফোর্নিয়া জুড়ে ছড়িয়ে পড়া অন্যান্য দাবানলের মতো, এর শূন্য শতাংশও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দমকল বিভাগ বলছে, ভূখণ্ডে প্রবেশ করা এবং তীব্র বাতাসের গতির সঙ্গে তাদের মোকাবিলা করতে হচ্ছে।

আগুন নিয়ন্ত্রণে ৭০০ জন অগ্নিনির্বাপক কর্মী নিযুক্ত আছেন, স্থানীয় কর্মকর্তারা বলছেন আগুন পূর্ব এবং পশ্চিম উভয় দিকেই বিপজ্জনকভাবে জ্বলছে।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল প্রায় ১০টা ৩০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় এবং ঘণ্টায় ৫০ মাইল (৮০ কিলোমিটার) গতির দমকা বাতাস এবং অবিশ্বাস্যভাবে শুষ্ক অবস্থার কারণে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার চিফ অ্যান্থনি মারোন বলেছেন প্যাসিফিক প্যালিসেডস ‘বিপদমুক্ত নয়। ’ ক্যালিফোর্নিয়ায় লাখ লাখ মানুষ রেড অ্যালার্টের অধীনে রয়েছে, সেখানে আগুন ছড়িয়ে পড়ার চরম বিপদ রয়েছে। কর্মকর্তারা আশঙ্কা করছেন, দাবানল আরো বিস্তৃত হতে পারে এবং রাতে এটি আরও তীব্র হতে পারে।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ০২৩৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
জেএইচ

বাংলাদেশ সময়: ২:৩৪ এএম, জানুয়ারি ৯, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।