হোয়াইট হাউসে ফিরেই চার শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগের প্রেসিডেন্ট জো বাইডেন তাদের নিয়োগ দিয়েছিলেন।
সোমবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের ভেতরে ক্যাপিটল রোটান্ডায় শপথ নেন নতুন প্রেসিডেন্ট।
অভিষেকের পর ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া প্রথম পোস্টে নিজেই চার কর্মকর্তাকে বরখাস্ত করার কথা জানান। একইসঙ্গে তিনি হাজারো কর্মকর্তাকে বরখাস্তের হুমকি দেন।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, আগের প্রশাসনের নিয়োগ করা হাজারের বেশি ব্যক্তিকে চিহ্নিত ও সরানোর প্রক্রিয়া চলমান। তারা আমেরিকাকে মহান করার ক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতিপূর্ণ নন।
বরখাস্ত হওয়া চার কর্মকর্তা হলেন, প্রেসিডেন্টের খেলাধুলা, স্বাস্থ্য-সবলতা ও পুষ্টিবিষয়ক পরিষদের হোসে আন্দ্রেজ, জাতীয় অবকাঠামো উপদেষ্টা পরিষদের মার্ক মিলে, উইলসন সেন্টার ফর স্কলারসের ব্রায়ান হুক ও রপ্তানিবিষয়ক পরিষদের কেইশা ল্যান্স বটমস। তাদের তাৎক্ষণিকভাবেই বরখাস্ত করা হয়েছে।
পোস্টে ট্রাম্প জানান, তার এই ঘোষণা উপরোক্ত চারজনের বরখাস্তের দাপ্তরিক নোটিশ হিসেবে গণ্য হবে। শিগগিরই আরও অনেকের জন্য এটি কার্যকর হবে।
ট্রাম্প যদি তার প্রতিশ্রুতি অনুযায়ী বেসামরিক প্রশাসনের কলেবর ছোট করা এবং দক্ষতা বাড়ানোর পদক্ষেপ নেন, সেক্ষেত্রে অনেক মার্কিন সরকারি প্রতিষ্ঠানে আগামী দিনগুলোতে অস্থিরতা দেখা যেতে পারে।
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
আরএইচ