ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আবারো দাবানলের কবলে লস অ্যাঞ্জেলেস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
আবারো দাবানলের কবলে লস অ্যাঞ্জেলেস

আবারো দাবানলের কবলে পড়েছে লস অ্যাঞ্জেলেস। ফলে মাস না পেরোতেই অঞ্চলটি থেকে আবারো হাজার হাজার মানুষকে সরিয়ে নিতে হয়েছে।

 

এ মাসের শুরুতেই ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক দাবানলের সম্মুখিন হওয়ার পর গত বুধবার (২২ জানুয়ারি) সকালে লস অ্যাঞ্জেলেস শহরের প্রায় ৪৫ মাইল উত্তর-পশ্চিমে, কাস্টাইক লেকের কাছে একটি পর্বতীয় অঞ্চলে আবারো আগুন জ্বলে উঠেছে।   

এই দাবানল কয়েক ঘণ্টার মধ্যে ৯ হাজার ২০০ একরের বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে এবং বাতাস ও শুকনো লতা-গুল্ম দাবানল টিকে দ্রুত ছড়িয়ে পড়তে সাহায্য করছে। তবে এখন পর্যন্ত কোনো বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হয়নি এবং অগ্নিনির্বাপক কর্মকর্তারা বলছে তারা এই আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়ে আত্মবিশ্বাসী।

নতুন এই দাবানলটির একটি অংশ উত্তর দিকে জ্বলছে, যেখানে এই মাসের শুরুর দিকে বহু আবাসিক এলাকা ধ্বংস হয়েছে। এলাকাটিকে আবারও রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় আনা হয়েছে। খবর বিবিসি

ওই এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টা প্রতি ৩২ থেকে ৪৮ কি.মি.। আবহাওয়া পূর্বাভাস বলছে এই গতি আরও বাড়তে পারে, যা আগুনকে আরও ছড়িয়ে পড়তে সাহায্য করবে। বাতাসের গতিবেগ বাড়লে অগ্নিনির্বাপনে নিয়োজিত প্লেন গুলোর কাজ করা কঠিন করে তুলবে।

এখন পর্যন্ত ৩১ হাজার মানুষকে বাধ্যতামূলক ভাবে নিরাপদে সরে যাওয়ার আদেশ দেওয়া হয়েছে এবং আরও ২৩ হাজার অধিবাসীকে সতর্ক করা হয়েছে।  তাদেরও যেকোনো সময় সরে যেতে হতে পারে।  

লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা জানিয়েছেন, এলাকাটির একটি কারাগার থেকে প্রায় ৫০০ বন্দিকে সরিয়ে নেওয়া হয়েছে।

এমন পরিস্থিতিতে স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এবং তারা নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।