গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরও চারজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে যাচ্ছে হামাস। স্থানীয় সময় আজ (২৫ জানুয়ারি) তাদের মুক্তি দেওয়া হতে পারে।
হামাসের প্রকাশ করা তালিকা থেকে জানা যায় তারা হলেন কারিনা আরিয়েভ, দানিয়েলা গিলবোয়া, নামা লেভি ও লিরি আলবাগ। এই চারজনই ইসরায়েলি সেনা, যারা ইসরায়েল-গাজা সীমান্তে নজরদারির কাজে নিয়োজিত ছিলেন।
যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে ইসরায়েলে কারাগারে আটক থাকা ১৮০ জন ফিলিস্তিনি বন্দীর মুক্তির বিনিময়ে এই ৪ জন জিম্মিকে ছেড়ে দিচ্ছে হামাস।
গত রোববার(১৯ জানুয়ারি) কার্যকর হওয়া ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রথম দফায় ৯০ কারাবন্দী ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছিল ইসরায়েল। বিপরীতে ৩ জন জিম্মিকে মুক্তি দেয় হামাস।
২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া সংঘতের সময় ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে আসে হামাস। যুদ্ধবিরতি ঠিকঠাক ভাবে এগুলে এদের মধ্য হতে আগামী পাঁচ সপ্তাহে পর্যায়ক্রমে ২৬ জন জিম্মিকে মুক্তি দেবে হামাস।
এদিকে ইসরায়েলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে দেশটির কারাগারে আটক বন্দিদের মুক্তি দেওয়া হলেও, দেশটি জানিয়ে দিয়েছে ৭ অক্টোবরের হামলায় জড়িত কাউকে মুক্তি দেওয়া হবে না।
বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
এমএম