ঢাকা, সোমবার, ১২ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা  

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা   ঘটনাস্থল পরিদর্শনে ভারতীয় পুলিশ

ব্যাঙ্গালুরুর রামমূর্তি নগরের কলকেরে লেকের কাছ থেকে এক বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করেছে ভারতীয় পুলিশ। ধারণা করা হচ্ছে ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, শুক্রবার (২৫ জানুয়ারি) সকালে কলকেরে লেকের কাছ থেকে ২৮ বছর বয়সী ওই বাংলাদেশি নারী মরদেহ পাওয়া যায়।  

স্থানীয় পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে এটি ধর্ষণের পর হত্যা বলে মনে হচ্ছে। বৃহস্পতিবার ওই নারী কাজ শেষে বাড়ি ফেরার পথে এ হত্যাকাণ্ড ঘটে। একটি অ্যাপার্টমেন্টে গৃহকর্মী হিসেবে কাজ করতেন তিনি।  

পুলিশ জানিয়েছে, নিহত বাংলাদেশি নারী গত ৬ বছর ধরে স্বামীর সঙ্গে ভারতে বসবাস করছিলেন। তার স্বামী ব্রুহাত বেঙ্গালুরু মহানগর পালিকার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন। তারা তিন সন্তানসহ শহরে বসবাস করতেন। তার স্বামীর বৈধ পাসপোর্ট নিয়ে চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন।  

পুলিশের প্রাথমিক তদন্ত থেকে জানা যায়, বৃহস্পতিবার কিছু ব্যক্তিগত কাজে তার দেরি হতে পারে জানিয়ে সে তার সহকর্মীকে আগে চলে যেতে বলেন। তবে রাতে বাড়ি না ফেরায় তার স্বামী রামমূর্তি নগর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।  মনে হচ্ছে পরিচিত কারো সঙ্গে দেখা করতে তিনি সেখানে গিয়েছিলেন।  

ব্যাঙ্গালুরুর পূর্বাঞ্চলীয় বিভাগের ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) দেবরাজ জানান, শুক্রবার সকালে ফোন পেয়ে আমরা একটি পরিত্যক্ত স্থানে এক নারীর মরদেহ পাওয়ার তথ্য পাই। তিনি বলেন, ঘটনার খবর পাওয়ার ফরেনসিক বিশেষজ্ঞ ও ডগ স্কোয়াডকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। প্রাথমিকভাবে তদন্তে জানা গেছে, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।