ঢাকা, বুধবার, ১৪ মাঘ ১৪৩১, ২৯ জানুয়ারি ২০২৫, ২৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিজেপি জিতলে ২ বছরেই দিল্লিকে ‘বাংলাদেশি’ মুক্ত করব: অমিত শাহ    

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
বিজেপি জিতলে ২ বছরেই দিল্লিকে ‘বাংলাদেশি’ মুক্ত করব: অমিত শাহ    

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে দিল্লির রাজনীতি। নির্বাচনে মূল লড়াই হবে আম আদমি পার্টির (আপ) সঙ্গে বিজেপির।

 

নির্বাচনকে ঘিরে বিজেপির অভিযোগ, অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ভোটে এতোদিন নির্বাচনে জিতেছে আম আদমি পার্টি। এমন অবস্থায় নির্বাচনে বিজেপি জিতলে ২ বছরের মধ্যে দিল্লিকে ‘বাংলাদেশি’ মুক্ত করার ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

দিল্লির ভোটের প্রচারে অংশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রোববার(২৭ জানুয়ারি) রাজ্যটির ক্ষমতাসীন দল আম আদমি পার্টিকে ‘অবৈধ আমদানিওয়ালি পার্টি’ (অবৈধ আয়ের দল) হিসেবে বর্ণনা করেছেন। খবর হিন্দুস্তান টাইমস 

এর আগে গত শনিবার (২৬ জানুয়ারি) এক জনসভায় অমিত শাহ অভিযোগ করেন, আম আদমি সরকার তাদের নিয়ন্ত্রণাধীন জেলা প্রশাসনের সহায়তায় অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে।  

অমিত  বলেন, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা বিজেপিকে জয়ী করেন এবং দুই বছরের মধ্যে আমরা দিল্লিকে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করব।  

প্রসঙ্গত, আগামী ৫ ফেব্রুয়ারি ৭০ আসনের দিল্লি বিধানসভায় ভোটগ্রহণ হবে আর আগামী ৮ ফেব্রুয়ারি ফলাফল প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
এসসি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।