ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানের মাদক ধ্বংসে অভিযান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১০
আফগানিস্তানের মাদক ধ্বংসে অভিযান

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে মাদক গবেষনাগার ধ্বংস করতে যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। রাশিয়ার মাদক নিয়ন্ত্রণ সংস্থা প্রধান ভিক্টর ইভানভ একথা জানান।

খবর বিবিসি’র।

এদিকে বৃহস্পতিবার পাকিস্তানের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক টনের বেশি হেরোইন ও আফিম আটক করে যৌথ বাহিনী। ইভনভ বলেন, আটক মাদকের আনুমানিক মূল্য ২৫ কোটি ডলার।

এরআগে রাশিয়ার কর্মকর্তারা আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীকে মাদক নিয়ন্ত্রণে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করার জন্য দোষারোপ করেন। তারা বলেন, উল্টো রাশিয়ায় ২৫ লাখ  হেরোইনসেবীকে মাদক সরবরাহের মাধ্যমে সাহায্য করে আসছে।

এধরনের যৌথ অভিযান আফগানিস্তানে এটাই প্রথম । অভিযানে দুই দেশের ৭০ জন নিরাপত্তা কর্মী অংশ নেন। পাকিস্তান সীমান্ত জালালাবাদ শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে এই অভিযান চালানো হয়।

আফগানিস্তানের মাদক উৎপাদন ও বিপনন নিয়ন্ত্রণ করতেই অভিযান পরিচালনার পরিকল্পনা নিয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ