আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা দিয়ে এক নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, এই আদালত আমেরিকা ও তাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে অবৈধ এবং ভিত্তিহীনভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করছে।
এই নির্বাহী আদেশ অনুযায়ী, যারা আমেরিকান নাগরিক বা মিত্রদের বিরুদ্ধে আইসিসির তদন্তে সহায়তা করে, তাদের এবং তাদের পরিবারের সদস্যদের ওপর আর্থিক ও ভিসা নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের মধ্যেই ট্রাম্প নিষেধাজ্ঞার আদেশে সই করেন।
গত নভেম্বরে আইসিসি গাজায় যুদ্ধাপরাধ চালানোর অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, যদিও ইসরায়েল তা অস্বীকার করে। আইসিসি একটি হামাস কমান্ডারের বিরুদ্ধেও পরোয়ানা জারি করে।
আদালতে বিচারকরা বলেন, নেতানিয়াহু, তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত এবং হামাসের মোহাম্মদ দেইফের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনার যৌক্তিক ভিত্তি রয়েছে। গত বছর ইসরায়েলি বিমান হামলায় দেইফ নিহত হন, হামাস বিষয়টি নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) একটি বৈশ্বিক আদালত। গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে এর মামলা দায়ের করার ক্ষমতা রয়েছে।
গত কয়েক বছরে আইসিসি উল্লেখযোগ্য কয়েকটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে এই আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এরপর আফগান নারীদের ওপর নিপীড়ন চালানোর দায়ে তালিবান নেতাদের বিরুদ্ধে এবং রোহিঙ্গা মুসলিম রোহিঙ্গাদের ওপর নিপীড়ন চালানোর দায়ে মিয়ানমারের সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই আদালতের সদস্য নয়, তবে যুক্তরাজ্যসহ ইউরোপের অনেক দেশসহ ১২০টিরও বেশি দেশ এর সদস্য। নেদারল্যান্ডস যেখানে আদালতটি অবস্থিত, সেটি বলেছে, ট্রাম্পের নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ দুঃখজনক।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৫
আরএইচ