ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিস ওয়ার্ল্ড মার্কিন তরুণী আলেকজান্দ্রিয়া মিলস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১০
মিস ওয়ার্ল্ড মার্কিন তরুণী আলেকজান্দ্রিয়া মিলস

বেইজিং: বিশ্বের শতাধিক দেশের সুন্দরীকে টপকে এবারে মিস ওয়ার্ল্ডের মুকুট পড়লেন ১৮ বছরের মার্কিন তরুণী আলেকজান্দ্রিয়া মিলস।

চীনের দক্ষিণাঞ্চলের হাইনান দ্বীপের অবকাশ কেন্দ্র সানিয়ায় শনিবার সুন্দরী প্রতিযোগীতার চূরান্ত পর্ব অনুষ্ঠিত হয়।



মিলস বলেন, ‘আমি নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়াকে উপভোগ করি। কিন্তু অপরিচিতদের সঙ্গে কখনো সাক্ষাৎ করি না। ’

মিস ওয়ার্ল্ড প্রতিযোগীতায় প্রথম রানার আপ হয়েছেন বতসোয়ানার ইমা ওয়ারিস এবং দ্বিতীয় রানার আপ হন ভেনিজুয়েলার সুন্দরী আদ্রিয়ানা ভ্যাসিনি।

আয়োজক দেশে চীনের সুন্দরী তাং জিয়াও প্রতিযোগীতায় ৫ম হয়েছেন।

মিলস সম্প্রতি স্নাতক পাশ করেছেন। তিনি স্বপ্ন দেখেন শিক্ষক হওয়ার।


বাংলাদেশ স্থানীয় সময়: ১২৪৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ