ক্যারিবীয় সাগরে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের পর কেম্যান দ্বীপপুঞ্জের জন্য সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
স্থানীয় সময় শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পশ্চিম ক্যারিবীয় সাগরে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে। রোববার (৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এনবিসি নিউজ।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, কেম্যান দ্বীপপুঞ্জের জর্জ টাউন থেকে প্রায় ১৩০ মাইল দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬ দশমিক ২১ মাইল)।
কেম্যান দ্বীপপুঞ্জের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, কেম্যান দ্বীপপুঞ্জ সুনামির হুমকির মুখে রয়েছে। উপকূলরেখার কাছাকাছি বসবাসকারী বাসিন্দাদের ভেতরের দিকে সরে যেতে উৎসাহিত করা হচ্ছে। বিশেষ করে উঁচু স্থানে সরে যেতে বলা হচ্ছে। কারণ সতর্কীকরণের এক ঘণ্টার মধ্যে সম্ভাব্য সুনামি তৎপরতার বিষয়ে সতর্ক করা হয়েছে। ৫০-৬০ মাইল চওড়া ঢেউয়ে দ্বীপে জলোচ্ছ্বাসের সৃষ্টি করতে পারে।
মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা জানিয়েছে, ক্যারিবিয়ান সাগর এবং হন্ডুরাসের উত্তরে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে পুয়ের্তো রিকো এবং ভার্জিন দ্বীপপুঞ্জের জন্য এই সতর্কতা জারি করা হয়েছে। কিউবাও একই ধরনের হুমকির মুখে রয়েছে। প্রায় ৩ ফুট থেকে ১০ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে দ্বীপরাষ্ট্রটিতে।
এদিকে সুনামি সতর্কতা জারির পর পুয়ের্তো রিকোর গভর্নর জেনিফার গঞ্জালেজ কোলন এক বিবৃতিতে বলেছেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিশেষ করে দ্বীপের পশ্চিম ও দক্ষিণ উপকূলে বাসিন্দাদের ‘তাৎক্ষণিকভাবে সমুদ্র ও উপকূল থেকে সরে আসার পরামর্শ দিচ্ছি।
তিনি বলেন, যদিও বড় ধরনের কোনো বিপদের আশঙ্কা নেই তবে সুরক্ষা ও সতর্কতা হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউ সমুদ্রের দিকে যাবেন না।
বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৫
এসএএইচ