ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

যুদ্ধের তৃতীয় বার্ষিকীতে ইউক্রেনে ঐক্য প্রদর্শনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
যুদ্ধের তৃতীয় বার্ষিকীতে ইউক্রেনে ঐক্য প্রদর্শনী

ইউক্রেনে রাশিয়া আগ্রাসন চালিয়েছে আজ তিন বছর। এ উপলক্ষে ইউক্রেনীয়রা একটি ঐক্য প্রদর্শনীর আয়োজন করে, যেখানে যোগ দিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও কানাডার শীর্ষ নেতারা।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাদের স্বাগত জানিয়েছেন। এ প্রদর্শনীতে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি যোগ দেননি।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডারলেন ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা কিয়েভে আয়োজিত ইউক্রেনেন ঐক্য প্রদর্শনীতে অংশ নিয়েছেন। তাদের স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

তিনি ইউক্রেনের ক্রান্তিকালে ইউরোপ ও কানাডার সমর্থনের জন্য ধন্যবাদ জানান। ইউক্রেনীয়দের সাহসিকতাকেও স্বাগত জানান। জেলেনস্কি বলেন, প্রতিরোধের তিন বছর, কৃতজ্ঞতার তিন বছর, বীরত্বের তিন বছর। আমি মনে করি যারা প্রতিরোধ করেছে ও যারা সমর্থন দিয়েছে সবাই বীর।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন ইউক্রেনে ইউরোপীয় ইউনিয়নের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। সোশ্যাল মিডিয়া এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, রাশিয়ার নৃশংস আগ্রাসনের তৃতীয় বার্ষিকীতে ইউরোপ কিয়েভে আছে। আজ আমরা কিয়েভে আছি। কারণ, ইউক্রেনই ইউরোপ। বেঁচে থাকার এই লড়াইয়ে শুধু ইউক্রেনের ভাগ্যই ঝুঁকির মধ্যে পড়েনি, ইউরোপের ভাগ্যও পড়েছে।

মার্কিন সমর্থন বন্ধের অনিশ্চয়তার মধ্যেই ২৭ শীর্ষ নেতার একটি দল ইউরোপের প্রতিরক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ৬ মার্চ একটি সম্মেলনে যোগ দেবে। এর আগে সোমবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের একটি দল রাশিয়ার বিরুদ্ধে ১৬টি নিষেধাজ্ঞা অনুমোদন করার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, হাঙ্গেরির নেতা ভিক্টর অরবান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেই সমর্থন করছেন। ভিক্টর বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে এ নিষেধাজ্ঞাকে তিনি সমর্থন করবেন না। পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজ্জার্তোও বলেছেন, তার দেশ ইইউতে সামরিক সহায়তা বৃদ্ধিতে রাজি হবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তিতে ইউক্রেনকে চাপ প্রয়োগ করার কারণেই বুদাপেস্ট এমন কথা বলার সাহস পেয়েছে বলে মনে করা হচ্ছে। ট্রাম্পের শান্তিচুক্তির পরিকল্পনা তাকে একজন বৈশ্বিক ’চুক্তি নির্ধারক” হিসেবে প্রতিষ্ঠিত করবে এমন ধারণাও করা হচ্ছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি ছাড়াই এই চুক্তি আরও ভয়াবহ পরিণতি বয়ে আনবে। এমনকি তা রাশিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কেও প্রভাব ফেলতে পারে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
সুরমা/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।