ঢাকা, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

আন্তর্জাতিক

আইসিসির পরোয়ানায় ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তে গ্রেপ্তার 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
আইসিসির পরোয়ানায় ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তে গ্রেপ্তার  ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা একটি পরোয়ানায় গ্রেপ্তার করা হয়েছে।  

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১১ মার্চ) হংকং থেকে সংক্ষিপ্ত সফর শেষ করে ম্যানিলা বিমানবন্দরে পৌঁছানোর পরই গ্রেপ্তার হন দুতার্তে।

আইসিসির তথ্য অনুযায়ী, ৭৯ বছর বয়সী দুতার্তের বিরুদ্ধে ‘হত্যার মধ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের’ অভিযোগ আনা হয়েছে। মাদকসংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িত এমন প্রমাণ ছাড়াই দুতার্তের নির্দেশে কয়েক হাজার মানুষকে ফিলিপাইনের কর্মকর্তারা হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।  

তার ছয় বছরের ক্ষমতায় থাকা অবস্থায় সাত হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার নামে।  

ফিলিপাইনের প্রেসিডেনশিয়াল কমিউনিকেশন অফিস (পিসিও) জানায়, ইন্টারপোল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে গ্রেপ্তারি পরোয়ানার অফিসিয়াল কপি পেয়েছে ম্যানিলা।

পুলিশের বরাত দিয়ে ফিলিপাইনের সাবেক শ্রমমন্ত্রী বেলো জানান, দুতার্তেকে ফিলিপাইনের পুলিশ হেডকোয়ার্টার ক্যাম্প ক্রেমে নিয়ে যাওয়া হবে।

২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত দক্ষিণ-পূর্ব এশীয় দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন দুতার্তে।

এদিকে তাকে গ্রেপ্তারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন দুতার্তে। তার মেয়ে ভেরোনিকা দুতার্তের সোশ্যাল মিডিয়ায় আপলোড করা একটি ভিডিও বার্তায় দুতার্তে বলেন, আমি কী অপরাধ করেছি? যা করেছি ফিলিপাইনের জনগণের জন্য করেছি।  

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।