ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন বিমান হামলায় ইয়েমেনে ১৬ হুতি সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৬ এএম, মার্চ ২০, ২০২৫
মার্কিন বিমান হামলায় ইয়েমেনে ১৬ হুতি সদস্য নিহত

ইয়েমেনে মার্কিন বাহিনীর বিমান হামলায় ১৬ জন হুতি সদস্য নিহত হয়েছেন। বুধবার (১৯ মার্চ) রাতে এ তথ্য জানিয়েছে বিদ্রোহীগোষ্ঠী হুতি।

 

বৃহস্পতিবার (২০ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি

বার্তাসংস্থাটির প্রতিবেদনে বলা হয়, বুধবার রাতে ইয়েমেনের হুতিগোষ্ঠী ঘোষণা করেছে— মার্কিন বিমান হামলায় তাদের ১৬ জন সদস্য নিহত হয়েছে।  

হুতি সংশ্লিষ্ট সংবাদ সংস্থা সাবা অবশ্য হতাহতের পরিস্থিতি, সময় বা সঠিক অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট বিবরণ দেয়নি।

এর আগে রাজধানী সানাসহ ইয়েমেনের বেশ কয়েকটি এলাকায় মার্কিন বিমান হামলায় সাতজন নারী এবং দুই শিশু আহত হয়েছে বলে জানানো হয়েছিল।

হুতি-সংশ্লিষ্ট আল-মাসিরাহ টিভি অনুসারে, আল-জাওফ প্রদেশের সাদা, আল-হাজম জেলা এবং আল-বায়দা প্রদেশের আস সাওয়াদিয়াহ জেলায় বিমান হামলা চালানো হয়।

এর আগে শনিবার (১৫ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি হুতিদের বিরুদ্ধে ‘বড় আক্রমণ’ চালানোর নির্দেশ দিয়েছেন।

হুতিদের প্রতিবেদন অনুসারে, সেই সময় থেকে মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যা পর্যন্ত— ইয়েমেনে কয়েক ডজন মার্কিন বিমান হামলায় ৫৩ জন নিহত এবং ১০৭ জন আহত হয়। হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

চলতি বছরের ১৯ জানুয়ারি ইসরায়েল এবং ফিলিস্তিনিগোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই ছিল ইয়েমেনে প্রথম বিমান হামলা।  

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
এএটি

বাংলাদেশ সময়: ১০:১৬ এএম, মার্চ ২০, ২০২৫ / এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।