ঢাকা, শুক্রবার, ৬ চৈত্র ১৪৩১, ২১ মার্চ ২০২৫, ২০ রমজান ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দায়িত্ব নিতে পারে যুক্তরাষ্ট্র  

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দায়িত্ব নিতে পারে যুক্তরাষ্ট্র  

ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র গুলোর মালিকানা ও পরিচালনার দায়িত্ব যুক্তরাষ্ট্র নিতে পারে বলে ইঙ্গিত দিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।  

ওভাল অফিসের সেই ঐতিহাসিক বিতর্কের পর পর বুধবার (১৯ মার্চ) প্রথমবারের মত ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে সরাসরি ফোনে কথা বলেন।

যদিও এর আগে, দুই দেশের প্রতিনিধিরা সৌদি আরবে বৈঠক করেছে এবং ৩০ দিনের একটি সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছে।

হোয়াইট হাউজ জানিয়েছে, বুধবারের ফোনালাপে ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য মালিকানা নিয়েও কথা হয়েছে। তবে জেলেনস্কি পরে পরিষ্কার করে বলেন, আলোচনাটি মূলত রাশিয়া-নিয়ন্ত্রিত জাপোরিঝিয়া প্ল্যান্টকে ঘিরেই ছিল।

পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ট্রাম্প ইউক্রেনকে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে ইউরোপ থেকে, সংগ্রহে সহায়তা করতে রাজি হয়েছেন। দুই নেতা যুদ্ধের পরিস্থিতি অনুযায়ী তাদের প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ও তথ্য আদান-প্রদান চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছেন।

তার বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ট্রাম্প ও জেলেনস্কি ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলো নিয়ে আলোচনা করেছেন। ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র এসব প্ল্যান্ট পরিচালনা ও ইউক্রেনের জ্বালানি অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

রুবিও যোগ করেন, এই বিদ্যুৎকেন্দ্রগুলোতে যুক্তরাষ্ট্রের মালিকানা থাকলে সেগুলো আরও সুরক্ষিত হবে এবং ইউক্রেনের জ্বালানি খাতেও সহায়ক হবে।

জেলেনস্কি পরে বলেন, বিদ্যুৎকেন্দ্রের বিষয়টি আলোচনায় এসেছিল ঠিকই, তবে তা মূলত জাপোরিঝিয়া প্ল্যান্টকে কেন্দ্র করেই।

এই আলোচনা জেলেনস্কির জন্য কিছুটা স্বস্তির, কারণ তিনি পরে সাংবাদিকদের বলেন, ট্রাম্পের সঙ্গে তার কথা ‘ইতিবাচক’, ‘খোলামেলা’ এবং ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে।  

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।