ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ। রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তিনি তথ্য জানান।
ভ্লাদিমির জেলেনস্কির পাঁচ বছরের মেয়াদ শেষ হয়েছে ২০২৪ সালের মে মাসে। এরপর তিনি সামরিক আইন দেখিয়ে নতুন নির্বাচন আহ্বান থেকে বিরত থাকেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি জেলেনস্কিকে আর বৈধ রাষ্ট্রপ্রধান হিসেবে গণ্য করেন না এবং এটি একটি স্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষরের পথে বাধা হতে পারে।
এ বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প জেলেনস্কিকে ‘নির্বাচনবিহীন একনায়ক’ বলে অভিহিত করেছিলেন এবং দাবি করেছিলেন, তিনি দেশের ভেতরে ব্যাপকভাবে অজনপ্রিয়।
শুক্রবার সন্ধ্যায় প্রকাশিত ওই সাক্ষাৎকারে কার্লসন উইটকফকে প্রশ্ন করেন, ইউক্রেনে আদৌ নির্বাচন হবে কি না। উত্তরে উইটকফ বলেন, ‘হ্যাঁ, তারা এতে সম্মত হয়েছে। ইউক্রেনে নির্বাচন হবে। ’
তিনি বলেন, রাশিয়ার জনসংখ্যা বেশি এবং পরমাণু অস্ত্র রয়েছে যার কারণে জেলেনস্কি ‘খুব কঠিন পরিস্থিতিতে’ রয়েছেন।
বলেন উইটকফ, তাকে বুঝতে হবে, তিনি চাপের মুখে পড়বেন। এখনই তার জন্য সবচেয়ে ভালো সময় কোনো একটি চুক্তিতে পৌঁছানোর। প্রেসিডেন্ট ট্রাম্প তাকে সবচেয়ে ভালো চুক্তি এনে দিতে পারেন। তিনি জোর দিয়ে বলেন, যদি একটি সুস্পষ্ট সমাধান পরিকল্পনা না থাকে, তবে ইউক্রেনকে সহায়তা করা ‘দীর্ঘমেয়াদে টেকসই হবে না’। তিনি বলেন, ‘আমরা চিরকাল টাকা পাঠাতে পারি না’।
এদিকে, পলিটিকো ম্যাগাজিন জানিয়েছে, ট্রাম্প টিম ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো এবং সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া তিমোশেঙ্কোর সঙ্গে যোগাযোগ করেছে। উভয় রাজনীতিকই ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন, তবে তারা যুদ্ধ চলাকালীন নির্বাচন করার বিপক্ষে অবস্থান নিয়েছেন।
সূত্র: আরটি
বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
এমএম