ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলি বিমান হামলায় হামাসের মুখপাত্র নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১০, মার্চ ২৭, ২০২৫
ইসরায়েলি বিমান হামলায় হামাসের মুখপাত্র নিহত

গাজার উত্তরে ইসরায়েলি বিমান হামলায় হামাসের এক মুখপাত্র নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী অবরুদ্ধ এই অঞ্চলে তাদের হামলা আরও তীব্র করেছে।

আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা যায়, হামাসের মুখপাত্র আব্দুল-লতিফ আল-কানুয়া বৃহস্পতিবার ভোরে জাবালিয়ার এক তাঁবুতে আশ্রয় নেওয়ার সময় ইসরায়েলি যুদ্ধবিমানের হামলায় প্রাণ হারান। এই হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন।  

সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন স্থানে একাধিক হামলা চালিয়েছে। এর মধ্যে গাজার আস-সাফতাওয়ি এলাকায় একটি বাড়িতে বিমান হামলা চালানো হয়, যেখানে একই পরিবারের ছয়জন নিহত হন।

গত এক সপ্তাহে হামাসের আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। রবিবার, খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত হন, যাদের মধ্যে ছিলেন হামাসের রাজনৈতিক দপ্তরের আর্থিক ও প্রতিষ্ঠান প্রধান ইসমাইল বারহুম।

ওই একই দিনে, ইসরায়েলি যুদ্ধবিমান খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়স্থলে হামলা চালায়। এতে হামাসের রাজনৈতিক নেতা ও ফিলিস্তিনি আইন পরিষদের সদস্য সালাহ আল-বারদাউইল তার স্ত্রীসহ নিহত হন।

হামাসের রাজনৈতিক দপ্তর, যেখানে ২০ জন সদস্য রয়েছেন, তাদের মধ্যে ১১ জন ২০২৩ সালের শেষ দিকে যুদ্ধ শুরুর পর থেকে নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।