যেকোনো সংকটের সময় মানুষ নিজেদের রক্ষা এবং পরিস্থিতির মোকাবিলায় ইউরোপজুড়ে নাগরিকদের অন্তত ৭২ ঘণ্টার জন্য যথেষ্ট পরিমাণে খাদ্য ও জরুরি সামগ্রী মজুদ রাখার পরামর্শ দিয়েছে ইউরোপীয় কমিশন।
বুধবার প্রকাশিত নতুন নির্দেশিকায় ইউরোপীয় কমিশন ইউরোপের বর্তমান বাস্তবতা উপলব্ধি করে প্রস্তুতি ও সহনশীলতা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছে।
কমিশনের ১৮ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপ বর্তমানে এক অনিশ্চিত সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক উত্তেজনার বৃদ্ধি, গুরুত্বপূর্ণ অবকাঠামোর বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড এবং ইলেকট্রনিক যুদ্ধের মতো বিষয়গুলোকে বড় হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন বলছে প্রস্তুতি কৌশল অনুযায়ী, নাগরিকদের এমন ব্যবস্থা গ্রহণ করা উচিত যাতে তারা যেকোনো জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে পারেন। কমিশন পরামর্শ দিয়েছে, প্রতিটি পরিবার যেন অন্তত তিন দিনের জন্য জরুরি খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সংরক্ষণ করে। নির্দেশিকায় বলা হয়েছে, যদি বড় ধরনের বিপর্যয় ঘটে, তাহলে প্রথম কয়েক ঘণ্টা ও কয়েক দিনই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
প্রতিবেদনে আত্মনির্ভরশীলতা ও মানসিক সহনশীলতার ওপরও জোর দেওয়া হয়েছে, যাতে মানুষ কঠিন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সচেতনভাবে পদক্ষেপ নিতে পারে।
এছাড়া, স্কুলের পাঠ্যক্রমে “প্রস্তুতি” সংক্রান্ত শিক্ষা অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা ভুল তথ্য ও প্রোপাগান্ডার বিরুদ্ধে সচেতন হতে পারে এবং সঠিক তথ্য বিশ্লেষণের দক্ষতা অর্জন করতে পারে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেছেন, বর্তমান বিশ্ব বাস্তবতা ইউরোপে এক নতুন মাত্রার প্রস্তুতির প্রয়োজনীয়তা তৈরি করেছে। আমাদের নাগরিকদের, সদস্য রাষ্ট্রগুলোর এবং ব্যবসাগুলোর এমন সরঞ্জাম ও সক্ষমতা থাকা দরকার, যাতে তারা সংকট প্রতিরোধ করতে পারে এবং যেকোনো দুর্যোগের সময় দ্রুত সাড়া দিতে পারে।
এই নির্দেশিকা এমন এক সময়ে প্রকাশিত হয়েছে, যখন ইউরোপের বিভিন্ন দেশ তাদের নিজস্ব জরুরি পরিকল্পনাগুলো হালনাগাদ করছে।
গত বছরের জুনে, জার্মানি তাদের সমগ্র প্রতিরক্ষা কাঠামো নির্দেশিকা হালনাগাদ করে। এই পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে, যদি ইউরোপে কোনো সামরিক সংঘাত শুরু হয়, তাহলে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে। সেই সময় জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফ্যাজার বলেছিলেন, রাশিয়ার আগ্রাসনের মুখে তাদের দেশকে আরও সুসংগঠিত ও প্রস্তুত হওয়ার প্রয়োজন রয়েছে।
সূত্র: সিএনএন
বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
এমএম