ঢাকা, সোমবার, ১৬ চৈত্র ১৪৩১, ৩১ মার্চ ২০২৫, ০০ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজার আরও অঞ্চল দখলের হুঁশিয়ারি নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
গাজার আরও অঞ্চল দখলের হুঁশিয়ারি নেতানিয়াহুর বেনিয়ামিন নেতানিয়াহু

গাজার আরও অঞ্চল দখল করার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাস যদি বাকি জিম্মিদের মুক্তি না দেয়, তাহলে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের দমন-পীড়ন আরও বাড়বে।

ইসরায়েলের সংসদ নেসেটের শুনানিতে এমন হুঁশিয়ারি দেন নেতানিয়াহু।

শুনানিতে গাজার এলাকা দখলসহ অন্যান্য পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেন নেতানিয়াহু। তবে সেসব নিয়ে বিস্তারিত বলতে তিনি অস্বীকৃতি জানান। ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ আবার শুরু করার এক সপ্তাহ পর তার এমন হুমকি এলো।  

ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে জানুয়ারিতে যুদ্ধবিরতির মাধ্যমে যে সাময়িক শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল, ইসরায়েলের শুরু করা যুদ্ধ তা ভেঙে দিয়েছে। ২৬ মার্চ বুধবার হামাস সতর্ক করে, ইসরায়েল যদি জিম্মিদের সামরিক পন্থায় উদ্ধারের চেষ্টা করে, তাহলে তাদের হত্যা করা হতে পারে।

সংগঠনটি এক বিবৃতিতে বলে, প্রতিবার দখলদাররা বলপ্রয়োগ করে জিম্মিদের উদ্ধার করার চেষ্টা করলে তাদের কফিনে করে ফিরিয়ে নেওয়ার পরিস্থিতি দেখা দেয়। ফিলিস্তিনি গোষ্ঠীটি উল্লেখ করে, তারা ইসরায়েলি জিম্মিদের জীবিত রাখার যথাসাধ্য চেষ্টা করছে। কিন্তু ইহুদিদের এলোমেলো বোমাবর্ষণ তাদের জীবন বিপন্ন করে তুলছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধের অভিযানের সময় ২৫১ ইসরায়েলিকে জিম্মি করা হয়। তাদের মধ্যে ৫৮ জন এখনো গাজায় রয়ে গেছে। ওই জিম্মিদের মধ্যে ৩৪ জন নিহত হয়েছেন বলে ধারণা ইসরায়েলি সেনাবাহিনীর।

বুধবার ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, দখলদার সেনাবাহিনী অচিরেই গাজার অতিরিক্ত এলাকায় পূর্ণ শক্তি দিয়ে অভিযান চালাবে। তখন আরও এলাকা খালি করার নির্দেশ দেওয়া হবে। গত সপ্তাহে কাৎজ হুমকি দিয়েছিলেন, অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দিলে গাজা উপত্যকার কিছু অংশ দখল করা হবে।

এর আগে শুক্রবার এক বিবৃতিতে কাৎজ বলেছিলেন, তিনি ইসরায়েলি সেনাবাহিনীকে গাজার আরও বেশি অঞ্চল দখল করার নির্দেশ দেন। জিম্মিদের মুক্ত করতে হামাস যত বেশি অস্বীকৃতি জানাবে, তত বেশি অঞ্চল তারা হারাবে, যা ইসরায়েল অধিগ্রহণ করবে।

এদিকে বুধবার গাজার মধ্যাঞ্চলে দুটি পৃথক ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে নয় ফিলিস্তিনি নিহত হন। নুসাইরাত শরণার্থী শিবিরে খাবার বিতরণকারী একটি দাতব্য প্রতিষ্ঠানের বাইরে জড়ো হওয়া একদল ফিলিস্তিনিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। আল-আওদা হাসপাতালের দেওয়া তথ্য অনুসারে, একজন নারীসহ কমপক্ষে পাঁচজন নিহত হন।

জাতিসংঘ বলছে, গাজায় ইসরায়েলের নতুন করে সামরিক অভিযানের ফলে মাত্র সাত দিনে এক লাখ ৪২ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সংস্থাটি উপত্যকাটিতে মানবিক সাহায্য সরবরাহ কমে যাওয়ার সতর্কবার্তাও জারি করেছে।  

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র উল্লেখ করেন, ২০২৩ সালের অক্টোবরে হামলা শুরু হওয়ার পর থেকে গাজার জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছে। ১৮ মার্চ ইসরায়েল নতুন করে আগ্রাসন শুরু করার পর থেকে এ পর্যন্ত ৮৩০ জন নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
এমএইচডি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।