প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব পণ্যের ওপর নতুন করে ব্যাপক হারে আমদানি শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছেন। এটি বিশ্ব বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বাঁক হয়ে দাঁড়াতে পারে।
এই পরিকল্পনার আওতায় যুক্তরাষ্ট্রে আমদানি করা সব পণ্যের ওপর ন্যূনতম ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এটি ডোনাল্ড ট্রাম্পের গত বছরের নির্বাচনী প্রচারে দেওয়া প্রস্তাবের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ।
হোয়াইট হাউস জানায়, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও চীনের মতো ‘সবচেয়ে বেশি অপরাধী’ দেশগুলোর পণ্যের ওপর আরও উচ্চ হারে শুল্ক আরোপ করা হবে। ট্রাম্প বলেছেন, এটি দেশগুলোর অন্যায্য বাণিজ্যনীতির বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা।
ট্রাম্পের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মুক্ত বাণিজ্যনীতির সঙ্গে বিরোধপূর্ণ। বিশ্লেষকদের মতে, এর ফলে যুক্তরাষ্ট্রে পণ্যের দাম বাড়বে। দেশটির পাশাপাশি বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর হয়ে পড়তে পারে।
হোয়াইট হাউস জানায়, ১০ শতাংশ শুল্ক আরোপ কার্যকর হবে ৫ এপ্রিল থেকে। এরচেয়েও বেশি হারে শুল্ক কার্যকর হবে ৯ এপ্রিল থেকে।
বুধবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, ‘এটি আমাদের অর্থনৈতিক স্বাধীনতার ঘোষণা। ’ তিনি দাবি করেন, অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উচ্চ শুল্ক আরোপ এবং আমেরিকান রপ্তানি পণ্যের ওপর অন্যান্য বাণিজ্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেশটিকে কাজে লাগাচ্ছে।
তার যুক্তি, অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রের বিপরীতে উচ্চ শুল্ক আরোপ করে এবং আমেরিকান রপ্তানি পণ্যের বিরুদ্ধে বিভিন্ন বাণিজ্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেশটির প্রতি অবিচার করছে।
শুল্ক কী এবং ট্রাম্প কেন এটি ব্যবহার করছেন?
শুল্ক হলো একটি সরকারি কর বা ফি, যা আমদানি পণ্যের ওপর আরোপ করা হয়। এটি বিদেশি পণ্যের দাম বাড়িয়ে দেয়। এর মাধ্যমে গ্রাহকদের দেশীয় পণ্য কিনতে উৎসাহিত করা হয়।
ট্রাম্প এসব শুল্ক আমেরিকান শিল্পকে রক্ষা করার পাশাপাশি স্থানীয় উৎপাদন বাড়াতে এবং বাণিজ্য ঘাটতি কমাতে ব্যবহার করছেন, যেন বিদেশি পণ্য আমেরিকান ক্রেতাদের জন্য আরও ব্যয়বহুল হয়ে ওঠে।
জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন, গত ৫০ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রকে বিশ্বের বিভিন্ন দেশ, বন্ধু ও শত্রু— সবাই নির্বিচারে শোষণ করেছে।
ট্রাম্প বলেন, ‘আজ আমরা আমেরিকান শ্রমিকদের পাশে দাঁড়াচ্ছি এবং অবশেষে আমেরিকাকে প্রথমে রাখছি। ’ দিনটিকে ‘আমেরিকান ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর একটি’ বলেও উল্লেখ করেন তিনি।
তিনি কয়েক সপ্তাহ ধরেই বুধবারের এই শুল্ক ঘোষণার আভাস দিয়ে আসছিলেন।
কোন দেশের ওপর কত শুল্ক আরোপ হচ্ছে
হোয়াইট হাউস জানায়, মেক্সিকো ও কানাডার জন্য নতুন করে শুল্কে কোনো পরিবর্তন হবে না, কারণ তারা যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ বাণিজ্য অংশীদার।
ট্রাম্প বলেন, অন্যান্য মিত্র দেশও শুল্কের মুখে পড়বে। যেমন যুক্তরাজ্যের জন্য নতুন করে ১০ শতাংশ এবং ইউরোপীয় ইউনিয়নের জন্য ২০ শতাংশ শুল্ক আরোপ করা হচ্ছে।
চীন থেকে আসা পণ্যের ওপর নতুন করে ৩৪ শতাংশ শুল্ক নির্ধারণ করেছেন ট্রাম্প। হোয়াইট হাউস সিএনবিসিকে জানায়, চীনের ওপর নতুন পাল্টা শুল্ক আগের ২০ শতাংশ শুল্কের সঙ্গে যুক্ত হবে, যার ফলে ট্রাম্পের এই মেয়াদে বেইজিংয়ের ওপর প্রকৃত শুল্ক হার দাঁড়াবে ৫৪ শতাংশ।
আর জাপানের ওপর ২৪ শতাংশ এবং ভারতের ওপর ২৬ শতাংশ হারে শুল্ক বসবে। বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে শুল্ক বসছে ৩৭ শতাংশ।
কিছু ছোট দেশের ওপর অনেক বেশি শুল্ক আরোপ করা হবে। যেমন দক্ষিণ আফ্রিকান দেশ লেসোথোর পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে, আর ভিয়েতনাম ও কম্বোডিয়ার পণ্যের ওপর যথাক্রমে ৪৬ শতাংশ ও ৪৯ শতাংশ শুল্ক বসবে।
হোয়াইট হাউসের একটি তথ্যপত্র অনুযায়ী, বেসলাইন (মূল মান) শুল্ক ১০০টিরও বেশি দেশে কার্যকর হবে, এর মধ্যে প্রায় ৬০টি দেশ উচ্চমাত্রায় ‘পাল্টা’ শুল্কের আওতায় পড়বে।
হোয়াইট হাউস জানায়, নতুন এই নীতি এমন কিছু বিষয়কেও বিবেচনায় নেবে, যেগুলোকে তারা বলছে বাণিজ্য অসমতার কারণ। যেমন অন্যান্য দেশের মুদ্রার অবমূল্যায়ন এবং উচ্চ মূল্য সংযোজন কর (ভ্যাট)।
ট্রাম্প গত সপ্তাহে বিদেশে তৈরি গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন। তিনি নিশ্চিত করেন, তা (বুধবার) মধ্যরাত থেকে কার্যকর হবে।
বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় পারমাণবিক বোমা ফেললেন ট্রাম্প
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান অর্থনীতিবিদ কেন রগফ প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন শুল্ক নিয়ে নিজের মতামত জানিয়েছেন।
বিবিসিকে তিনি বলেন, ট্রাম্প তিনি বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় একটি পারমাণবিক বোমা ফেলে দিয়েছেন।
এই অর্থনীতিবিদ পূর্বাভাস দিয়েছেন, শুল্ক আরোপের এই ঘোষণার পর বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের মন্দায় পড়ার সম্ভাবনা এখন ৫০ শতাংশ হয়ে গেছে।
রগফ বলেছেন, যুক্তরাষ্ট্রে এই মাত্রার আমদানি শুল্কের পরিণতি ‘একেবারেই অবিশ্বাস্য ও হতবাক করার মতো। ’
বাংলাদেশ সময়: ০৫১৬ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৫
আরএইচ