ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বজ্রপাত-ভারী বৃষ্টিতে ভারত ও নেপালে শতাধিক মৃত্যু

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
বজ্রপাত-ভারী বৃষ্টিতে ভারত ও নেপালে শতাধিক মৃত্যু

বুধবার থেকে ভারী বর্ষণ ও বজ্রপাতে বিপর্যস্ত ভারতের দুই রাজ্য উত্তরপ্রদেশ ও বিহার। একইসঙ্গে ভারতের প্রতিবেশী দেশ নেপালেও ভারি বর্ষণ চলছে।

 

গত দুইদিনে এমন বিরূপ আবহাওয়ায় দেশ দুটিতে অন্তত ১১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, অতিবৃষ্টির কারণে সেখানে অন্তত ৬৪ জনের মৃত্যু হয়েছে।  

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে বুধ ও বৃহস্পতিবার বজ্রপাত, বজ্রঝড়সহ বৃষ্টিতে ৩৮ জনের মৃত্যু হয়েছে।

এদিকে বজ্রপাত ও তুমুল বর্ষণে নেপালে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির দুর্যোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

ভারতের মধ্য ও পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বজ্রঝড়, বজ্রপাত ও তুমুল বাতাসসহ বৃষ্টি শনিবার পর্যন্ত থাকতে পারে বলে ধারণা করছে দেশটির আবহাওয়া বিভাগ (আইএমডি)। এসব অঞ্চলজুড়ে আরও অকাল বৃষ্টিপাতের আশঙ্কা করছেন ভারতের আবহাওয়াবিদরা।

আইএমডি আরও জানিয়েছে, ভারতের পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ বয়ে যাওয়া এবং পূর্ব ও মধ্যাঞ্চলে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যদিও দেশটিতে বর্ষার সঙ্গে যুক্ত মুষলধারে বৃষ্টিপাত সাধারণত জুন মাসে শুরু হয়।  

বাংলাদেশ সময়: ০২৪৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।