লেবাননের দক্ষিণাঞ্চলে বুধবার পৃথক ইসরায়েলি হামলায় দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও দুই পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি রয়েছে, তা সত্ত্বেও ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা হিজবুল্লাহর এক সদস্যকে হত্যা করেছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াদি আল-হুজাইরে একটি যানবাহনে চালানো ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত হয়েছে। এই এলাকা সীমান্ত থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে।
পরে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হানিনে এলাকায় আরেকটি ইসরায়েলি হামলায় একজন নিহত এবং একজন আহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী ওয়াদি আল-হুজাইর সংলগ্ন কান্তারা এলাকায় হিজবুল্লাহর রাদওয়ান বাহিনীর এক সদস্যকে লক্ষ্য করে হামলা চালিয়ে হত্যা করেছে।
গত ২৭ নভেম্বরের যুদ্ধবিরতির পরও ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ লেবাননের আইতারুনে ইসরায়েলি হামলায় আহত ১৭ বছর বয়সী এক কিশোর মারা গেছে, ফলে ওই হামলায় নিহতের সংখ্যা দাঁড়াল দুইজন।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ওই হামলায়ও হিজবুল্লাহর একজন সদস্য নিহত হয়।
জাতিসংঘের মানবাধিকার দপ্তর মঙ্গলবার জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি বাহিনীর হাতে লেবাননে কমপক্ষে ৭১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
হিজবুল্লাহর সংসদ সদস্য হাসান ফাদল্লাল্লাহ গত সপ্তাহে বলেছেন, যুদ্ধবিরতির পর থেকে মোট ১৮৬ জন নিহত হয়েছেন, যদিও তিনি নিহতদের মধ্যে কতজন হিজবুল্লাহ সদস্য ছিলেন তা জানাননি।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক প্রস্তাবে বলা হয়েছিল, লেবাননের দক্ষিণাঞ্চলে কেবল লেবাননের সেনাবাহিনী ও জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী অবস্থান করবে এবং সব অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করতে হবে।
চুক্তি অনুসারে, হিজবুল্লাহকে লিতানি নদীর দক্ষিণ অংশ থেকে তাদের যোদ্ধা প্রত্যাহার করতে এবং সেখানকার সব সামরিক স্থাপনা ভেঙে ফেলতে বলা হয়েছিল। একইভাবে, ইসরায়েলও দক্ষিণ লেবানন থেকে তাদের সেনা সরিয়ে নেওয়ার কথা ছিল, যদিও তারা এখনো পাঁচটি কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে।
লেবাননের সেনাবাহিনী ইতোমধ্যে সীমান্ত সংলগ্ন দক্ষিণাঞ্চলে মোতায়েন শুরু করেছে, যেখানে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার শুরু করেছে।
হিজবুল্লাহর এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তারা লিতানি নদীর দক্ষিণে থাকা নিজেদের ২৬৫টি সামরিক স্থাপনার মধ্যে প্রায় ১৯০টি লেবাননের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে।
সূত্র: আরব নিউজ
বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
এমএম