ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলি বিমানঘাঁটিতে ইয়েমেনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৪:৪০ পিএম, এপ্রিল ২৭, ২০২৫
ইসরায়েলি বিমানঘাঁটিতে ইয়েমেনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনি হাইপারসনিক ‘প্যালেস্টাইন-২’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতির ছবি

দখলকৃত ফিলিস্তিনে ইসরায়েলের নেভাতিম বিমানঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ওয়াইএএফ। এটি কয়েক ঘণ্টার ব্যবধানে নেভাতিম ঘাঁটিতে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা।

এক বিবৃতিতে সশস্ত্র বাহিনীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, রোববার (২৭ এপ্রিল) ফিলিস্তিনের আল-নাকাব অঞ্চলে অবস্থিত ইসরায়েলের নেভাতিম বিমানঘাঁটিতে এই সামরিক অভিযান চালানো হয়েছে।

অভিযানে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল ব্যবহার করেছে ওয়াইএএফ।

ইয়াহিয়া সারি আরও জানান, গাজায় চলমান আগ্রাসন ও অবরোধ শেষ না হওয়া পর্যন্ত ইয়েমেন প্রতিরোধ এবং সামরিক সক্ষমতার উন্নয়ন চালিয়ে যাবে।

এর আগে গত ২৬ এপ্রিল ওই ঘাঁটিতে ‘প্যালেস্টাইন-২’ নামের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ওয়াইএএফ। ইসরায়েলি দখলদার বাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয়, যা তাদের সামরিক দুর্বলতার প্রতিফলন।

হামলার পর ডেড সি অঞ্চলসহ দক্ষিণ ইসরায়েলে সতর্কতা সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সংঘাত বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিচ্ছে।

চলতি বছরের মার্চ থেকে ইয়েমেনে চলমান মার্কিন আগ্রাসনে অনেক বেসামরিক মানুষ নিহত হয়েছে। তাদের বেশিরভাগ নারী ও শিশু। তা সত্ত্বেও ফিলিস্তিনে প্রতিরোধ অভিযান চালিয়ে যাচ্ছে ইয়েমেন।

ইয়েমেন বলছে, এই অভিযান গাজার প্রতি তাদের সমর্থনের অংশ। তারা মনে করে ইসরায়েল গাজায় যে আগ্রাসন চালাচ্ছে, তা গণহত্যা ছাড়া আর কিছুই নয়।

ইয়েমেনের নেতারা জানিয়েছেন, যতক্ষণ না ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা বন্ধ করবে, ততক্ষণ তারা গাজায় প্রতিরোধ চালিয়ে যাবে।

এসএস/এমজেএফ

বাংলাদেশ সময়: ৪:৪০ পিএম, এপ্রিল ২৭, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।