রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে তিনদিনের অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির নেতৃত্বাধীন অক্ষশক্তির বিরুদ্ধে মিত্রশক্তির বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে তিনি এ ঘোষণা দিয়েছেন।
সোমবার (২৮ এপ্রিল) এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, আগামী ৮ মে প্রথম প্রহর থেকে ১১ মে প্রথম প্রহর পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর থাকবে। পুতিন ‘মানবিক দিক বিবেচনা করে’ এই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এই ঘোষণায় এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন।
রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, ঘোষিত সময়ে রাশিয়ার সামরিক বাহিনীকে ইউক্রেনের সামরিক বাহিনীর বিরুদ্ধে সব ধরনের পদক্ষেপ স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন পুতিন।
ইউক্রেন যুদ্ধবিরতি মেনে চলবে বলে মস্কো প্রত্যাশা করে জানিয়ে বিবৃতিতে হুঁশিয়ারি দেওয়া হয়, যদি কিয়েভের বাহিনী এই যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তবে রাশিয়ার সামরিক বাহিনী তাদের ‘পর্যাপ্ত ও কার্যকর জবাব’ দেবে।
ক্রেমলিনের বিবৃতিতে আরও বলা হয়, ‘ইউক্রেন সংকটের মূল সমস্যা দূর করতে কোনো ধরনের শর্ত ছাড়াই শান্তি আলোচনায় এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে গঠনমূলক যোগাযোগে রাশিয়া প্রস্তুত বলে ঘোষণা দিচ্ছে। ’
এর আগে পুতিন গত ১৯ এপ্রিল থেকে ২০ এপ্রিল দুদিন ‘ইস্টার সানডে’ উপলক্ষে যুদ্ধবিরতি ঘোষণা করেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পরে জানায়, ইউক্রেনের বাহিনীর সহস্রবার যুদ্ধবিরতি লঙ্ঘনের বিপরীতে যুদ্ধক্ষেত্রের সম্মুখভাগে সামগ্রিক সামরিক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছিল।
এইচএ/