ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আবারো ধর্মঘটের ডাক দিলেন ব্রিটিশ এয়ারওয়েজের ক্রু’রা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, জুন ৬, ২০১০

লন্ডন: ব্রিটিশ এয়ারওয়েজের (বিএ) কেবিন ক্র’রা আজ শনিবার থেকে নতুন করে পাঁচ দিনব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছেন। আগামী ৯ জুন পর্যন্ত এ ধর্মঘট চলবে।



ধর্মঘটীদের ভ্রমণভাতা বিষয়ে কোনো সমাধান না হওয়ায় এই কর্মসূচি। এর আগে, প্রাথমিক পর্যায়ে কাজের পরিবেশ আন্দোলন শুরু হলে এ নিয়ে সমঝোতায় পৌঁছে বিএ ও কেবিন ক্র’রা।  

এ ধর্মঘট কেবিন ক্র’দের সর্বশেষ কর্মসূচি হলেও চূড়ান্ত সমাধানে না পৌঁছানো পর্যন্ত এ আন্দোলন আরো দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিএ জানায়, ধর্মঘটের মধ্যেও লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ৮০ শতাংশ দূরপাল্লার এবং ৬০ শতাংশ স্বল্পপাল্লার ফাইট চলাচল করবে। এদিকে, গ্যাটউইক ও লন্ডন সিটি বিমানবন্দরের ফাইট চলাচল স্বাভাবিকই থাকবে।

এদিকে, আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে হাজার হাজার দর্শককে পৌঁছে দিতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে সপ্তাহে ২৬ টি ফাইটও চালু থাকবে বলে আশা করছে ব্রিটিশ এয়ারওয়েজ।


বাংলাদেশ স্থানীয় সময়: ১৮৪৩ ঘণ্টা, জুন ৫, ২০১০
এনজে/আরআর/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।