ঢাকা, রবিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ার দামেস্কসহ একাধিক অঞ্চলে ইসরায়েলি বিমান হামলা, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪২, মে ৩, ২০২৫
সিরিয়ার দামেস্কসহ একাধিক অঞ্চলে ইসরায়েলি বিমান হামলা, নিহত ১ ছবি সংগৃহীত

সিরিয়ার রাজধানী দামেস্কসহ হামা এবং দারা প্রদেশের আশপাশের এলাকায় শুক্রবার রাতে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, দামেস্কের উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আর হামা অঞ্চলে আহত হয়েছেন আরও চারজন।

সিরিয়ার নতুন ইসলামপন্থী সরকারকে তাদের সীমান্তের জন্য সম্ভাব্য হুমকি হিসেবে বিবেচনা করছে ইসরায়েল। এই বিমান হামলা আহমেদ হুসেইন আল-শারার সরকারের প্রতি 
ইসরায়েলের শক্ত বার্তা বলে ধারণা করা হচ্ছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সিরিয়ায় একটি সামরিক স্থাপনা, বিমান প্রতিরক্ষা কামান ও ভূমি থেকে আকাশে ছোড়া ক্ষেপণাস্ত্রের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এর আগে ইসরায়েল জানিয়েছিল, বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে মূলত সুন্নি ইসলামপন্থীরা শাসনভার গ্রহণের পর থেকে সিরিয়ার সামরিক সদর দপ্তর ও অস্ত্রভাণ্ডারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে তারা নিয়মিত হামলা চালিয়ে আসছে।  

শুক্রবারের হামলার আগে ইসরায়েল দামেস্কে রাষ্ট্রপতি প্রাসাদের নিকটবর্তী একটি এলাকায় বোমা বর্ষণ করে, যা বিশেষজ্ঞদের মতে, সিরিয়ার নতুন সরকারকে উদ্দেশ্য করে এখন পর্যন্ত সবচেয়ে সরাসরি হুঁশিয়ারি।

উল্লেখ্য, সিরিয়ায় গৃহযুদ্ধ চলাকালে আসাদ সরকারের মিত্র ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল পূর্বেও সিরিয়ায় একাধিক হামলা চালিয়েছিল।

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ