ঢাকা, বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ভারত-পাকিস্তানকে শান্ত থাকতে বলল চীন

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩০, মে ৭, ২০২৫
ভারত-পাকিস্তানকে শান্ত থাকতে বলল চীন

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় গভীর হতাশা ও উদ্বেগ জানিয়েছে চীন। এই দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছে দেশটি।

ভারত ও পাকিস্তান- দুই দেশেরই প্রতিবেশী চীন। তবে ঘনিষ্ঠ সম্পর্ক চীনের সঙ্গে। পাকিস্তানে ভারতের সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় হতাশা প্রকাশ করে চীন বলেছে, চলমান পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন ভারত ও পাকিস্তান এমন প্রতিবেশী যাদের আলাদা করা সম্ভব নয়— এই দুই দেশ চীনেরও প্রতিবেশী। চীনের অবস্থান সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে।

চীন ভারত-পাকিস্তান দুই পক্ষকেই শান্তি ও স্থিতিশীলতাকে গুরুত্ব দিয়ে সংযত থাকার আহ্বান জানিয়েছে। চীনের ওই মুখপাত্র বলেন, তারা যেন এমন কোনো পদক্ষেপ না নেয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।  

ভারতের হামলায় পাকিস্তানে এ পর্যন্ত আটজন নিহত হয়েছেন বলে জানা গেছে। আর আহত হয়েছেন অন্তত ৩৫ জন। অন্যদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানের হামলায় তিনজন নিহত হয়েছেন।

আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।