ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরের সব হজ ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৩, মে ১০, ২০২৫
কাশ্মীরের সব হজ ফ্লাইট বাতিল সংগৃহীত ফাইল ছবি

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর থেকে নির্ধারিত সব হজ ফ্লাইট ১৪ মে পর্যন্ত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীর হজ কমিটি।

কাতার-ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভারত-পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হজযাত্রীদের ধৈর্য ধরার এবং পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করার অনুরোধ জানানো হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো বিকল্প ব্যবস্থা বা নতুন সময়সূচি থাকলে তা হজযাত্রীদের জানিয়ে দেওয়া হবে।

এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।