ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে গাজাকে নিরস্ত্রীকরণের শর্ত নেতানিয়াহুর, হামাস বলছে ‘অগ্রহণযোগ্য’  

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৪, মে ১৮, ২০২৫
যুদ্ধ বন্ধে গাজাকে নিরস্ত্রীকরণের শর্ত নেতানিয়াহুর, হামাস বলছে ‘অগ্রহণযোগ্য’   ছবি সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধ বন্ধে হামাসকে গাজা ছাড়ার এবং অঞ্চলটিকে পুরোপুরি নিরস্ত্রীকরণের শর্ত দিয়েছেন।

তিনি মার্কিন দূত স্টিভ উইটকোফের ৪৫ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব ও স্থায়ী যুদ্ধবিরতি— উভয়েই সম্মত হয়েছেন তিনি।

অস্থায়ী যুদ্ধবিরতিতে হামাস ১০ জিম্মিকে এবং ইসরায়েল নির্দিষ্ট ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। এই সময়েই স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে।

স্থায়ী যুদ্ধবিরতির জন্য হামাসকে গাজার নিয়ন্ত্রণ ছাড়তে হবে এবং সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দিতে হবে বলে ইসরায়েল জানিয়েছে।

হামাস এখনো এই প্রস্তাবে সাড়া দেয়নি, তবে তারা আগেও জানিয়েছিল— ইসরায়েলের দখলদারিত্ব যতদিন থাকবে, ততদিন তারা অস্ত্র ছাড়বে না।

এদিকে হামাসের জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান বলেছেন, কাতারে চলমান যুদ্ধবিরতি আলোচনায় কিছু ‘অগ্রহণযোগ্য’ শর্ত দেওয়া হয়েছে।

ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিমকে তিনি বলেন, আমরা এখনো আলোচনা চালিয়ে যাচ্ছি, এবং কিছু প্রস্তাব আমাদের কাছে অগ্রহণযোগ্য। আমরা নিজেরাও কিছু প্রস্তাব পেশ করছি।

তিনি আরও জানান, এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি।

তিনি বলেন গত সপ্তাহে হামাস এক মার্কিন-ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছিল, যাতে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত হয়।

হামদান আরও বলেন, ফিলিস্তিনি জনগণই ঠিক করবে তাদের নেতারা কারা হবেন, এবং এর একমাত্র উপায় হলো নির্বাচন।

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।