পর্তুগালের ভারতীয় দূতাবাস রবিবার (১৮ মে) জানিয়েছে, লিসবনে দূতাবাস অফিসের কাছে চ্যান্সেরি ভবনের বাইরে পাকিস্তানি নাগরিকদের আয়োজিত বিক্ষোভের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর দিয়ে কড়া প্রতিক্রিয়া’ জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর একটি পোস্টে যুক্ত করা এক ছবিতে দূতাবাসের কর্মকর্তাদের অফিসের বারান্দায় এ দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
পাকিস্তানিদের বিক্ষোভকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে ভারতীয় দূতাবাস জানায়, ভারত এই ধরনের ‘মরিয়া উস্কানিতে’ ভীত হবে না। দূতাবাসের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য পর্তুগাল সরকার এবং স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে ওই পোস্টে ধন্যবাদ জানানো হয়।
এক্স-এর সেই পোস্টে বলা হয়, আমাদের চ্যান্সেরি ভবনের কাছে পাকিস্তানের আয়োজন করা কাপুরুষোচিত বিক্ষোভের প্রতি ভারতীয় দূতাবাস ‘অপারেশন সিঁদুর’ দিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। দূতাবাসের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য আমরা পর্তুগাল সরকার এবং এর পুলিশ কর্তৃপক্ষকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই। পোস্টটিতে আরও বলা হয়, ভারত এমন মরিয়া উস্কানিতে ভীত হবে না। আমাদের সংকল্প অটল।
পর্তুগালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত পুনীত রায় কুন্দল বলেন, দূতাবাসের বাইরে বিক্ষোভের প্রতিক্রিয়ায় নীরব কিন্তু শক্তিশালী এবং দৃঢ় বার্তা দেওয়া হয়েছে যে, অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি। দূতাবাসের সমস্ত কর্মকর্তা অবিচল ছিলেন বলে কুন্ডালের পোস্ট থেকে জানা যায়।
২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে অস্ত্রধারীদের গুলিতে ২৬ জন নিহত হওয়ার প্রতিক্রিয়ায় গত ৭ মে ভারতীয় সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালিয়ে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে আক্রমণ চালায়। পরবর্তীতে ১০ মে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।
এমএইচডি/এমএম