ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফোর্বসের ক্ষমতাধর ব্যক্তির তালিকায় এবারও সোনিয়া ও মনমোহন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১০
ফোর্বসের ক্ষমতাধর ব্যক্তির তালিকায় এবারও সোনিয়া ও মনমোহন

বোস্টন: ফোর্বসের ক্ষমতাধর ব্যক্তির তালিকায় এবারও আছেন ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, প্রেসিডেন্ট মনমোহন সিং। এছাড়াও ভারতের আরও কয়েকজনের নাম উঠে এসেছে তালিকায়।

 

৬৮ জনের ওই তালিকায় স্থান পাওয়া অন্য ভারতীয়দের মধ্যে রয়েছেন টাটার চেয়ারম্যান রতন টাটা, ভারতের শিল্পপতি রিল্যায়েন্স ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান মুখেশ আম্বানি এবং বৃহৎ ইস্পাত কারখানা অ্যার্সেলরমিত্তালের চেয়ারম্যান লক্ষ্মী মিত্তাল।     

তবে ফোর্বসের তালিকার শীর্ষ স্থানটি দখল করেছেন চীনের প্রেসিডেন্ট হু জিনতাও। আর দ্বিতীয় স্থানে আছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

এদিকে ইতালির বংশোদ্ভূত রোমান ক্যাথলিক এবং রাজনীতি বিমুখ সোনিয়া গান্ধী প্রায় ১২০ কোটি ভারতীয়ের উপর প্রভাব রাখতে সক্ষম হয়েছেন বলে ফোর্বস জানায়।

মনমোহন সিং প্রধানমন্ত্রী হলেও গান্ধীর হাতেই প্রকৃত ক্ষমতা বলেও মন্তব্য করে ম্যাগাজিনটি।

এদিকে আগের ৩৬তম স্থান থেকে এ বছর ১৮তম স্থানে উঠে আসা মনমোহন সিং সম্পর্কে বলা হয়, নেহেরুর পর তিনিই ভারতের সবচেয়ে উৎকৃষ্ট প্রধানমন্ত্রী। ’

অক্সফোর্ডের শিক্ষার্থী মৃদুভাষী এ অর্থনীতিবিদ শক্ত হাতে চতুর্থ বৃহৎ অর্থনীতির এ দেশটিকে আগামী শতকের উপযোগী করে তৈরি করছে বলে এতে প্রশংসা করা হয়।    

এদিকে আগের অবস্থান থেকে দুই ধাপ নিচে নেমে ফোর্বসের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তির তালিকায় এ বছর ৬১তম স্থান দখল করেছেন টাটা।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৫৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ