ঢাকা, বুধবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৫, মে ২৭, ২০২৫
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮১ জন  নিহত আল শিফা হাসপাতালে নিহতদের স্বজন

ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় অন্তত ৮১ জন নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই নিহত হয়েছেন ৫৩ জন।

 

সোমবার ভোরের আগে থেকে চালানো হামলায় তাদের প্রাণ যায়। হাসপাতাল সূত্র আল জাজিরাকে এসব তথ্য জানায়।  

আল জাজিরার ওয়াশিংটন প্রতিনিধি জানান, গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস সম্মতি দিয়েছে—এমন খবরে হামাস ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছ থেকে একেবারে ভিন্ন বার্তা পাওয়া যাচ্ছে।

গাজায় মানবিক পরিস্থিতির অবনতি ঘটেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক মুখপাত্র বলেন, গাজায় সবাই কষ্টে আছেন। কারণ হাসপাতালগুলোতে ওষুধ ও চিকিৎসাসামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে।  

আহতদের চিকিৎসা দেওয়া যাচ্ছে না, অনেকের আঘাত ভয়াবহ। ইসরায়েল ত্রাণ-সামগ্রী আটকে রেখেছে এবং হামলা আরও বাড়িয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত অন্তত ৫৩ হাজার ৯৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক লাখ ২২ হাজার ৯৬৬ জন।

অন্যদিকে, গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনো হাজারো মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের মৃত হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাই তারা মৃত্যুর সংখ্যা হালনাগাদ করে ৬১ হাজার ৭০০ বলে জানিয়েছে।


আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।