ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কিউবায় বিমান বিধ্বস্ত, নিহত ৬৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১০
কিউবায় বিমান বিধ্বস্ত, নিহত ৬৮

হাভানা: কিউবায় ৬৮ জন যাত্রী ও ক্রু নিয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় মারা গেছেন। পূর্বাঞ্চলীয় শহর সান্তিয়াগো দ্য কিউবা ও রাজধানী হাভানার মাঝামাঝি কোনো স্থানে এই দুর্ঘটনা ঘটেছে বলে শুক্রবার সকালে কর্মকর্তারা জানিয়েছেন।

বৃহস্পতিবার বিমানটি বিধ্বস্ত হয়। খবর এএফপি’র।

সরকার পরিচালিত অ্যারোক্যারিবিয়ান বিমানটি গুয়াচিমাল অঞ্চলে ভূপাতিত হয়। কিউবার বেসামরিক বিমান সংস্থার উদ্ধৃতি দিয়ে সরকারি টিভিতে এ তথ্য প্রচার করা হয়।

বিমানটিতে ৪০ জন কিউবার নাগরিক ও ২৮ জন বিদেশি ছিলেন। উষ্ণমণ্ডলীয় ঝড় টমাস-এর উত্থানের মুহূর্তে সান্তিয়াগো দ্য কিউবা শহর ত্যাগ করে।

বিমান চলাচল কর্তৃপরে সঙ্গে বৃহস্পতিবার গ্রিনিচ সময় ২২৪২টায় উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বেসামরিক বিমান সংস্থার বিবৃতিতে জানানো হয়, ‘দুর্ঘটনায় সবাই নিহত হয়েছে।

মন্দা আবহাওয়ার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে কি না এ ব্যাপারে কিছুই জানানো হয়নি। ঘূর্ণিঝড় টমাস ক্যারিবীয় অঞ্চলে তীব্র আকার ধারণ করেছে। কিউবার পূর্বাঞ্চলে শুক্রবার সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়টি বয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ