ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

ইসরায়েলে আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৫০, জুন ১৮, ২০২৫
ইসরায়েলে আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলা আগের হামলায় তেল আবিবের আকাশে ইরানের ক্ষেপণাস্ত্র

ইরান থেকে ইসরায়েলের দিকে আবারও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এটি এক ঘণ্টার মধ্যে ইরানের দ্বিতীয় হামলা।

খবর টাইমস অব ইসরায়েলের।

ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজছে। তেল আবিবের বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন।

আইডিএফ জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোকে ভূপাতিত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

যেসব এলাকায় সাইরেন বাজছে, সেখানের সাধারণ মানুষকে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে এবং পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সেখানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ইরানের আগের দফায় হামলায় ইসরায়েলের মধ্যবর্তী অঞ্চলে কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে জানা যায়। মেডিকেল টিম সেখানে পৌঁছেছে।

আইডিএফের প্রাথমিক তথ্য অনুযায়ী, আগের হামলায় প্রায় ১৫টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আগের হামলার পর হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছিল, সাইরেন বাজানো এলাকাগুলোর বাসিন্দারা আশ্রয়কেন্দ্র থেকে বের হতে পারবে। এরপর খুব অল্প সময়ের মধ্যে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।